Rohit Sharma, Sourav Ganguly: টি-২০ বিশ্বকাপের আগে কোচ যোগীরাজ সিংয়ের পাশাপাশি সৌরভ গাঙ্গুলিকেও পাশে পেয়ে গেলেন রোহিত শর্মা। জাতীয় দলের হয়ে গত কয়েকটি টি-২০ ম্যাচে ভালো খেললেও এবারের আইপিএলে রোহিতের পারফরম্যান্স মোটেও ভালো নয়। তার পিছনে ফ্র্যাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদল-কাণ্ডকেও অনেকে দায়ী করেছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও কার্যত বুঝিয়ে দিলেন, তিনিও সেই দলেই পড়েন। আর, সেকথা মাথায় রেখেই সৌরভ জানিয়েছেন, তিনি আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিতের ভালো ফর্মের ব্যাপারে আশাবাদী।
ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযানের আর মাত্র ২১ দিন বাকি। তার মধ্যেই রোহিত শর্মার ফর্ম নিয়ে জলঘোলা শুরু করেছেন বিশেষজ্ঞদের একাংশ। সেই পরিস্থিতিতেই রোহিত পাশে পেলেন সৌরভকে। ভারত অধিনায়ক রোহিত, আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেঞ্চুরি করলেও, এবারের আইপিএলে রোহিতের গড় রান ২৯.০৮। মোট ৩৪৯। যার মধ্যে আছে- ৬, ৮, ৪, ১১, ৪ এবং ১৯-এর মত রান।
রোহিত অনুরাগীদের দাবি, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের আইপিএল পারফরম্যান্সে ছাপ ফেলেছে মুম্বইয়ের ড্রেসিংরুমের পরিবেশ। তবে, শেষ কথা বলবে পারফরম্যান্স। আর, সামনেই টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকার মাটিতে রোহিত শর্মার হাতেই ভারতীয় দলের ভার। সেখানে ভারত অধিনায়ক কতটা কী করতে পারেন, সেদিকে তাকিয়ে আছেন রোহিত ভক্তরা। সৌরভের আস্থা, কার্যত তাঁদের অনেকেরই প্রাণ জল আনতে বাধ্য।
রোহিতের এটা নবম টি-২০ বিশ্বকাপ। ২ জুন থেকে টুর্নামেন্টের শুরু। এতদিন টি-২০ বিশ্বকাপের ৩৯টি ম্যাচ খেলে রোহিতের রান ৯৬৩। ভারত বহু বছর টি-২০ বিশ্বকাপ জেতেনি। সেক্ষেত্রে অধিনায়কের পারফরম্যান্স দলের ওপর ছাপ ফেলবে। তাই রোহিতের ফর্মে ফেরাটা জরুরি বলেই মনে করছেন তাঁর গুণমুগ্ধরাও। আর, সেই প্রশ্নেই মঙ্গলবার রাজধানী দিল্লিতে প্রবীণ আমরের বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ বলেছেন, 'ভারতের দল বাছাই খুব ভালো হয়েছে। আমি নিশ্চিত, রোহিত বিশ্বকাপে ভালো খেলবে। ও বড় টুর্নামেন্টে ভালোই খেলে। এটাও বড় পর্যায়। তাই ভালোই খেলবে।'
আরও পড়ুন- হার্দিককে দলেই চাননি রোহিত-আগারকার! বিশ্বকাপের দল নির্বাচনে ‘বিস্ফোরক চাপ’, বিরাট অভিযোগ প্রকাশ্যে
প্রথম চারটি টি-20 বিশ্বকাপে রোহিতের গড় ছিল যথাক্রমে ৮৮, ১৩১, ৮৪ এবং ৮২। ওপেনার হিসেবে ক্রিজে নামার পর থেকে, রোহিত ২০১৪ টি-২০ বিশ্বকাপে ২০০ রান করেছিলেন। সেবার ভারত রানার্স হয়েছিল। দুই বছর পর ২০১৬ সালে, ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল। ২০২১ এবং ২০২২ সালে, রোহিত ১৭৪ এবং ১১৬ রান করেছিলেন। কিন্তু, হিটম্যানের দুর্দান্ত ফর্ম টিম ইন্ডিয়াকে আরও অনেক বেশি দিতে পারে। আর, সেটা ধারাবাহিকভাবে পারে। এমনটাই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। তাই বলা হয় যে, রোহিত সেই সময় ফর্মে ছিলেন না।