Advertisment

কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে ফের বয়ান সৌরভের! হৈচৈ ফেললেন এক মন্তব্যেই

কোহলিকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সৌরভের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২০২২-এ দক্ষিণ আফ্রিকা সফরের পরেই টেস্টে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। সেই খবর পেয়ে আশ্চর্য হয়ে গিয়েছিলেন তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ তক-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ আরও একবার দাবি করলেন ২০২১-এ টি২০ ওয়ার্ল্ড কাপের পর কোহলিকে নেতৃত্ব ছাড়ার জন্য কোনও চাপ-ই দেয়নি বোর্ড।

Advertisment

টেস্টে কোহলির নেতৃত্ব ত্যাগ নিয়ে বোর্ড কতটা প্রস্তুত ছিল জানতে চাওয়া হলে মহারাজ জানান, "দক্ষিণ আফ্রিকা সফরের পর তো একদমই নয়। কোহলি কেন এমন করল, এখনও জানি না। হয়ত ও বলতে পারবে।" ২০২১-এ কোহলির নেতৃত্বেই ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্ৰথমবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আইপিএল শুরুর ঠিক আগে ২০২১-এ কোহলি জানিয়ে দেন, তিনি ওয়ার্ল্ড কাপের পরেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। তার কিছুদিন পরেই কোহলিকে সরিয়ে সীমিত ওভারের দুই ফরম্যাটেই নেতা ঘোষণা করে দেওয়া হয় রোহিতকে। ঠিক পরের বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারত ১-২ সিরিজ হারের পরেই কোহলি টেস্টের নেতৃত্ব থেকেও পদত্যাগ করেন।

আরও পড়ুন: খোলস ছেড়ে বেরোলেন BCCI প্রেসিডেন্ট বিনি! ভারত হারতেই রোহিতদের নিয়ে প্রকাশ্যে মন্তব্য

তবে কোহলির পর রোহিত নেতা হয়েও টেস্টে উদ্ধার করতে পারেননি ভারতকে।।রবিবার টানা দ্বিতীয়বারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত পর্যুদস্ত হয়েছে অজিদের কাছে। কোহলির নেতৃত্বে কি ভারত আরও ভাল পারফর্ম করত? এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, "এখন এই সব প্রশ্নের কোনও যুক্তি নেই। কারণ কোহলি নিজেই নেতৃত্ব ছেড়েছে। এখন এসব কথার কোনও অর্থ নেই। নির্বাচকদের একজনকে ক্যাপ্টেন করতেই হত।"

রোহিতের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেছেন মহারাজ, "সেই সময় রোহিতই নেতা হওয়ার সেরা বিকল্প ছিল। ও পাঁচটা আইপিএল জিতেছে। যখনই ওঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়া কাপের মত টুর্নামেন্টে, ও জিতে প্রমাণ করেছে নিজেকে। হেরে গেলেও ও এবারও কিন্তু নেতৃত্ব দিয়ে দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছে। আমরা বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছি। ২০২১-এর আগে আমরা এমনকি নকআউটের জন্যও কোয়ালিফাই করতে পারিনি। রোহিতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একমাত্র ও এবং এমএস ধোনিই পাঁচবার করে আইপিএল জিতেছে। যেটা অন্য কেউ পারেনি।"

আরও পড়ুন: ধোনির প্রশংসা শুনেই জ্বলে উঠল গা! কুরুচিকরভাবে বিতর্কের দাবানল জ্বালিয়ে দিলেন হরভজন

সৌরভের মত, বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল জেতা আরও কঠিন। মহারাজের যুক্তি, "আইপিএল জেতা মোটেই সহজ নয়। বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল জেতা বরং আরও কঠিন। ১৪ ম্যাচ খেলে প্লে অফে কোয়ালিফাই করতে হয়। ১৭ টা ম্যাচ জিতলেই একমাত্র চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। ওয়ার্ল্ড কাপে তো ৪-৫টে ম্যাচ খেলেই সেমিতে পৌঁছনো যায়। আমার বিশ্বাস রোহিত তখনও যেমন সেরা অপশন ছিল, এখনও তাই রয়েছে।"

অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে ওয়ার্ল্ড কাপের আসর। আর দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ জয়ের অন্যতম দাবিদার রোহিতের টিম ইন্ডিয়া। বলে দিচ্ছেন সৌরভ। "নির্ভীকভাবে ও জাতীয় দলকে নেতৃত্ব দিক। যা হবে, দেখা যাবে। ছয় মাস পরেই শুরু হবে বিশ্বকাপ। যে দলে রোহিত শর্মা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, শামি, সিরাজ রয়েছে, এই দল তো জিততেই পারে। যদিও জসপ্রীত বুমরা বিশ্বকাপের আগে ফিট হতে পারবে কিনা, নিশ্চিত নই। রাহুলের (দ্রাবিড়) সঙ্গে খেলেছি। ওঁর জন্য আমার বরাবর শ্রদ্ধা রয়েছে। রোহিতের সঙ্গেই ও দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার একটাই পরামর্শ, বিন্দাস হয়ে খেলো।" জানাচ্ছেন বাঙালির আইকন।

Read the full article in ENGLISH

BCCI Sourav Ganguly Virat Kohli
Advertisment