BCCI central contracts Ishan Kishan Shreyas Iyer Sourav Ganguly: মাত্র ২৪ ঘন্টা আগেই বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করা হয়েছে। জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন গ্রেড-এ প্লাস ক্যাটাগরিতে নিজেদের অবস্থান ধরে রেখেছেন, তেমন রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়ালদের মত তরুণ তুর্কিদের জায়গা দেওয়া হয়েছে। তবে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানের ওপর কড়া হয়েছে বোর্ড। দুজনকেই কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে।
আর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়েই দ্বিধাবিভক্ত ক্রিকেট সমাজ। ইরফান পাঠান সরাসরি বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, একই দোষে দুষ্ট হয়েও হার্দিক পান্ডিয়াকে কেন ছাড় দেওয়া হল! কীর্তি আজাদ আবার বলেছেন, রোহিত-বিরাটরাও তো রঞ্জিতে খেলেন না!
ঈশান-শ্রেয়সের নীতিতে বোর্ডের পাশেই দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রেভ স্পোর্টস-কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহারাজ বলে দিয়েছেন, যত বড় ক্রিকেটার কেউ হোক না কেন, তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। "মনে হয়, বোর্ড চাইছে ওঁরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলুক। শ্রেয়স রঞ্জিতে খেলছে না, এত ব্যাপারটাই আমাকে বিস্মিত করেছে। এটা দেশের প্রিমিয়ার টুর্নামেন্ট। এতে তো অংশ নিতেই হবে। তাই বোর্ড যা সঠিক মনে করেছে, সেটাই করেছে। প্রত্যেক চুক্তিবদ্ধ ক্রিকেটারকেই প্ৰথম শ্রেণির ক্রিকেটে অংশ নিতে হবে। এটাই দেশের ক্রিকেটের ভিত্তি।" বলেছেন তিনি।
শ্রেয়সের মতই ঈশানের বাদ পড়ায় ব্যথিত তিনি, "ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেই হবে। চুক্তিবদ্ধ হলে এই ধরণের ক্রিকেট খেলা বাধ্যতামূলক। কয়েকদিনের মধ্যেই শ্রেয়স রঞ্জির সেমিতে খেলবে। ওঁদের কাণ্ডে আমি সত্যিই অবাক। ঈশান ভারতীয় দলের সঙ্গে যুক্ত সমস্ত ফরম্যাটেই। আইপিএলে এত বড় চুক্তি রয়েছে ওঁর। ও কেন এমন করল, সেটাই মাথায় আসছে না। ভারতের সমস্ত ফরম্যাটের ক্রিকেটার হলে খেলতেই হবে। এটাই আমি আরও অবাক হয়েছি।"
আরও পড়ুন: ঈশান-শ্রেয়স বাদ পড়লে হার্দিককে কেন ছাড়! বোর্ডের বিরুদ্ধে ‘স্বজনপোষনের’ বিষ্ফোরক অভিযোগ পাঠানের
বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মে ছিলেন শ্রেয়স। তবে তারকার মিথ্যাচারিতা বেআব্রু হয়ে গিয়েছিল আগেই। চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর শ্রেয়সকে বলা হয়েছিল মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে। তবে পিঠে ব্যথার অজুহাত দেখিয়ে বরোদার বিলক্ষে কোয়ার্টার ফাইনালে নামতে রাজি হননি। সেই সময় এনসিএ-এ মেডিক্যাল বিভাগের প্রধান নীতিন প্যাটেল রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছিল শ্রেয়সের নতুন কোনও ইনজুরি নেই। শেষমেশ রঞ্জির সেমিতে তামিলনাড়ুর বিপক্ষে মুম্বইয়ের জার্সিতে শ্রেয়স খেলতে রাজি হলেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
ঈশান আবার বারবার জাতীয় দলে উপেক্ষিত থাকার কারণে অসন্তুষ্ট ছিলেন। রিজার্ভ বেঞ্চে টানা বসে থাকতে থাকতে মানসিক অবসাদে ভুগছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন ঈশান ছুটি চেয়ে নেন বোর্ডের তরফ থেকে। তারপর ক্রিকেটে ফিরলেও ঝাড়খণ্ডের হয়ে রঞ্জিতে খেলছিলেন না তারকা। হার্দিক-ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে বরোদায় অনুশীলন করছিলেন নিজের উদ্যোগে। দ্রাবিড় আগেই বলে দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে খেললেই ঈশানকে ভাবা হবে জাতীয় দলের জন্য। তাই এই বাদ পড়া যেন প্রত্যাশিতই ছিল।
বোর্ডের চাপের মুখে পড়ে শ্রেয়স শেষমেশ রঞ্জির সেমিতে খেলতে রাজি হয়েছেন। ঈশান কিষান আবার ডিওয়াই টুর্নামেন্টে খেলছেন মুম্বইয়ে। তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। বোর্ড নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঘরোয়া ক্রিকেটে মুখ ফেরানো দুই তারকাকে যে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করা হবে, চূড়ান্ত করেই ফেলেছিলেন জয় শাহরা!