/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/sourav-LEAD.jpg)
দেখুন ভিডিও: চ্যাম্পিয়নরা দ্রুত ফুরিয়ে যায় না, ধোনি প্রসঙ্গে বললেন সৌরভ (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)
মহেন্দ্র সিং ধোনি দেশের জার্সিতে আরও খেলুক। এমনটাই চাইছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বিসিসিআই প্রেসিডেন্টের কথায় তা একপ্রকার স্পষ্ট। বুধবারই আনুষ্ঠানিক ভাবে বোর্ডের ৩৯ তম সভাপতি হিসাবে সৌরভ কেরিয়ারের নয়া ইনিংস শুরু করেছেন।
বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। লম্বা ব্রেক নিয়েছেন মাহি। টিম ইন্ডিয়ার হয়ে ধোনি আদৌ কবে মাঠে নামবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। সবটাই অনুমানভিত্তিক। সৌরভ আগেই জানিয়েছিলেন যে, ধোনির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে বসতে চান তিনি।
"India is proud to have @msdhoni" - @SGanguly99#Respect ???????? pic.twitter.com/OtqN0a5XKB
— BCCI (@BCCI) October 23, 2019
আরও পড়ুন: এবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের টিম বিসিসিআই, জেনে নিন কোন ভূমিকায় কারা
সভাপতি হওয়ার প্রথম সাংবাদিক বৈঠকে ধোনিকে নিয়ে সৌরভ বললেন, "ধোনির ভবিষ্য়ত ওর ওপরেই নির্ভর করছে। আমি বরাবর বলে এসেছি যে, আমাকে যখন দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন সবাই বলেছিল আমি আর ফিরতে পারব না। কিন্তু আমি প্রত্য়াবর্তন করে আরও চার বছর খেলেছিলাম। চ্য়াম্পিয়নরা দ্রুত ফুরিয়ে যায় না। আমি জানি না, ধোনির মাথায় ঠিক কী চলছে। ও নিজের কেরিয়ার নিয়ে কী ভাবছে। আমরা দেখছি বিষয়টা নিয়ে। ও এই খেলার অন্য়তম গ্রেট। ভারত ধোনির জন্য় গর্বিত। বছরের পর বছর ও যা করেছে অসাধারণ। যদি আপনি বসে ওঁর কৃতিত্ব পর্যালোচনা করেন, বলতে বাধ্য হবেন, ওয়াও! আমি যতক্ষণ আছি, প্রত্য়েকে সেই সম্মানটা পাবে। এটা বদলাবে না।"