Sourav Ganguly comments on Jay Shah: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৎকালীন বোর্ড সচিব জয় শাহের সম্পর্ক কেমন ছিল? এই নিয়ে আজও জানতে সবার আগ্রহ। বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভের সঙ্গে কি আদায়-কাঁচকলা সম্পর্ক ছিল জয় শাহের? নাকি দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল, সেই নিয়ে এতদিন বাদে মুখ খুলেছেন সৌরভ নিজেই।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, তিনি তৎকালীন বোর্ড সচিব এবং বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) প্রেসিডেন্ট জয় শাহের কাছ থেকে এক ধরনের কঠোর এবং জেদি মনোভাব প্রত্যাশা করেছিলেন। কিন্তু তিনি শাহের সততা এবং কাজের সংগঠিত পদ্ধতি দেখে মুগ্ধ হয়েছিলেন সৌরভ। সৌরভ এই মন্তব্য করেন কলকাতায় নিজের বাসভবনে পিটিআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে।
আরও পড়ুন এবার কি রাজনীতিতে সৌরভ? ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিরাট ইঙ্গিত 'মহারাজের'
সৌরভ বলেন, “জয়ের (জয় শাহ) নিজস্ব কাজের ধরন ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভাল বিষয় ছিল, তিনি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সবকিছু সঠিকভাবে গুছিয়ে করতে চাইতেন। দেখুন, তাঁর হাতে ক্ষমতা ছিল, সমর্থন ছিল, তাই স্বাভাবিকভাবেই আপনি তাঁর কাছ থেকে একধরনের কঠোর ও জেদি মনোভাব আশা করবেন। কিন্তু বাস্তবে তিনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন।”
এই প্রথমবার সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহ বিসিসিআই-তে একসঙ্গে কাজ করেছেন। এর আগে সৌরভ ছিলেন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং শাহ ছিলেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা। তাঁরা দুজন ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআই-এর মতো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডে একসঙ্গে কাজ করেছেন। সেই সময়টা ছিল কোভিড অতিমারির কঠিন সময়, যার কারণে কয়েক মাসের জন্য সবরকম খেলা বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন বিরাটকে নিয়ে এত বড় কথা বললেন সৌরভ? রেগে আগুন ভারতীয় সমর্থকরা
২০২২ সালে সৌরভের জায়গায় আরেক প্রাক্তন টেস্ট ক্রিকেটার রজার বিনি বিসিসিআই সভাপতি হন, তবে জয় শাহ ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত সচিব হিসেবে দায়িত্বে থাকেন। এরপর মাত্র ৩৬ বছর বয়সে তিনি আইসিসি-র ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হন।
একজন রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী এবং একজন জনপ্রিয় ক্রিকেট তারকার মধ্যে সম্পর্ক কেমন ছিল, জানতে চাইলে সৌরভ বলেন, “আমাদের মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক আজও অটুট।”