/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/1592649737008_1-LEAD.jpg)
ঠিক ১৪ বছর আগে। এদিনই বিশ্বক্রিকেটে অভিষেক হয় সৌরভ গঙ্গোপাধ্যায় নামক ক্রিকেট ব্যক্তিত্বের। বাইশ গজ থেকে সরে দাঁড়ালেও সৌরভ ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন অন্যভাবে, ক্রিকেট প্রশাসক হিসাবে।
প্রতি বছর এই দিন স্মরণ করেন মহারাজ। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। টুইটারে অভিষেক ম্যাচের একগুচ্ছ ছবি পোস্ট করলেন তিনি। সেই টুইটেই আবার খুনসুটি শুরু করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেন। ইংরেজ অধিনায়ক খোঁচা দিয়েই জিজ্ঞাসা করলেন বল করার ছবি দেননি কেন! যার জবাবে সপ্রতিভ উত্তর দিলেন সৌরভও। জানিয়ে দিলেন, "আমি সবসময়েই প্রিয় বন্ধুদের রক্ষা করতে চাই।"
No pictures of you bowling that week .. ????
— Nasser Hussain (@nassercricket) June 19, 2020
আসলে অভিষেক টেস্টেই যে সৌরভের বলের শিকার হয়েছিলেন নাসের হুসেন। ১৯৯৬ এ লর্ডসে স্মরণীয় টেস্ট অভিষেক ঘটে মহারাজের। সেই টেস্টেরই বাছাই করা ছবি পোস্ট করেছিলেন সৌরভ। অভিষেক ম্যাচেই টেস্ট সেঞ্চুরি করার পরে লর্ডসের আইকনিক স্টেডিয়াম থেকে সতীর্থরা হাততালি দিয়ে অভিবাদন জানান তাঁকে। সেই ছবিও রয়েছে কোলাজে।
তবে টেস্টের প্রথম দিন সৌরভ মোটেই ব্যাট করতে যাননি। কারণ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন নেতা মহম্মদ আজহারউদ্দিন। ইংলিশ ওয়েদারে সৌরভের হাতে বলও তুলে দেন আজহার। ক্যাপ্টেনকে হতাশ করেননি বেহালার ক্রিকেটার। কেরিয়ারের প্রথম শিকার হিসাবে সৌরভ আউট করেন স্বয়ং বিপক্ষ দলনেতা নাসের হুসেনকে।
Hi Nass .. when was this picture taken .. losing memory with old age ????...need my mates help @nassercricketpic.twitter.com/LtVUFxw5N2
— Sourav Ganguly (@SGanguly99) June 19, 2020
সেই স্মৃতি মনে করিয়ে দিয়েই নাসের হুসেনকে খোঁচা দেন সৌরভ। মহারাজ ও নাসের হুসেনের খুনসুটি চলাকালীনই আবার যোগ দেন মহম্মদ কাইফ।
Great moment, Dada. From a simple celebration on debut to not so simple one six years later at Lord’s balcony—these are special memories ????
— Mohammad Kaif (@MohammadKaif) June 19, 2020
কাইফ পাল্টা নাসের হুসেনকে তির্যক জবাব দেন, "হাই, নাসের, তুমি কোনো একজনকে বাস ড্রাইভার বলেছিলে। খেলার শেষে কিন্তু আমরা দাদার এইট প্যাকস দেখেছিলাম।"
দুজনের কথোপকথনে উঠে আসে পুরোনো দিনের অনেক স্মৃতি। সেই সময় অধিকাংশ সময় নাসের হুসেনকে টসের জন্য দাঁড় করিয়ে রাখতেন সৌরভ। শেষবার দুজন মুখোমুখি হন ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে। যে ম্যাচে ঐতিহাসিকভাবে ভারত ৩২৬ রান তাড়া করে জেতে।