Advertisment

ভারতের কাছে পাত্তাই পাবে না পাকিস্তান! জন্মদিনে বাবরদের বিশ্বকাপ-সম্ভাবনা ফুৎকারে ওড়ালেন মহারাজ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আবার মুখ খুললেন সৌরভ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ- ইভেন্ট যাই হোক না কেন, ভারত-পাক ম্যাচে ইন্ডিয়া সবসময়ই ফেভারিট। এমনটাই জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রেভস্পোর্টস-কে সৌরভ নিজের জন্মদিনে জানিয়ে দেন, "বড় টুর্নামেন্টে ভারত বরাবর ফেভারিট। ইতিহাসই এই ঘটনার সাক্ষী দেবে। পাকিস্তানকে আমরা বরাবর পর্যুদস্থ করে এসেছি। তবে এই পাকিস্তানও বেশ ভালো দল।"

Advertisment

সামনেই এশিয়া কাপ এবং বিশ্বকাপ। যেখানে কমপক্ষে তিন-তিনবার দুই দল পরস্পরের মোকাবিলা করবে। গত বছরেও যা হয়েছিল। যদিও ফরম্যাট আলাদা ছিল। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে সবমিলিয়ে তিনবারের সাক্ষাতে ভারত দু-বারই জয় পেয়েছিল। ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সাতবারে সাতবারই ভারত জিতেছে। এশিয়া কাপে মুখোমুখি সাক্ষাতে ভারত ৯-৬ ব্যবধানে এগিয়ে।

সৌরভ বিশ্বকাপে ভারত-পাক সম্ভাব্য মহারণ নিয়েও মুখ খুলেছেন। যদি সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হয়, তাহলে সেই ম্যাচের আয়োজন করবে ইডেন গার্ডেন্স। সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে সৌরভ সেমিফাইনালের চার ফেভারিট দলকেই বেছে নিয়েছেন। মহারাজ বলছেন, "অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া। বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে কখনই হালকাভাবে নেওয়া যাবে না। সম্ভাব্য পাঁচ দলের তালিকা বাছলে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করব। সেমিফাইনালে পাকিস্তান কোয়ালিফাই করুক। যাতে আমরা ইডেনে ম্যাচ আয়োজন করতে পারি।"

Read the full article in ENGLISH

Sourav Ganguly Indian Cricket Team Pakistan Cricket
Advertisment