/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/Sourav-Ganguly.jpg)
দেখুন ভিডিও: ফুটবলের ডাকে বাঙালি আসবেই, বললেন সৌরভ
বঙ্গ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ফুটবল। ইস্টবেঙ্গল বা মোহনবাগানের জন্য গলা ফাটানো সমর্থকরাই এক হয়ে যান ইন্ডিয়ান সুপার লিগের সৌজন্য়ে। তখন বাংলার দল অ্যাটলেটিকো দে কলকাতা। আবারও চলে এসেছে সেই সময়।
আর আট পরেই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করছে দু’বারের চ্যাম্পিয়ন দল এটিকে। ঘরের মাঠেই প্রথম ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে খেলা। স্টিভ কোপেলের কোচিংয়ে ম্যানুয়েল লানজারো অ্যান্ড কোং এগিয়ে যাবে।
আরও পড়ুন: এবার এটিকে-তে কারা খেলছেন? কী বললেন নতুন কোচ কোপেল!
ফুটবল ডাকে আর বাঙ্গালী আসে না এটা কি হতে পারে?
@WorldATK' র #HeroISL প্রচারণা শুরু হবে সেপ্টেম্বর ২৯ থেকে। আসুন, নিজের দলের প্রতি ভালোবাসা দেখান।
#LetsFootball#FanBannaPadegapic.twitter.com/V6VOfi9ucg— Indian Super League (@IndSuperLeague) September 18, 2018
এটিকে-র সহ মালিকানা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের। এটিকে-র প্রমোশনল ভিডিও-তে বাঙালির দাদাকেই দেখা যায় পর্দায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এটিকে-র নতুন ভিডিও মাতালেন সৌরভ। দেখা মিলল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দুই প্রাক্তন কিংবদন্তি অ্যালভিটো ডি’কুনহা ও জোসে র্যামিরেজ ব্যারেটোকেও। সৌরভ বললেন, ফুটবলের ডাকে বাঙালিকে আসতেই হবে।
এটিকে-র গতবারের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতশ্রী। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে ন'নম্বরে শেষ করেছিল তারা। সৌরভ মনে করছেন এই প্রমোশনল ভিডিও দলের জন্য ভাগ্য ফিরিয়ে আনবে। আসন্ন মরসুমে এটিকে ভাল পারফর্ম করবে বলেই মত তাঁর। আগামী ২৯ সেপ্টেম্বর যুবভারতীতে আইএসএল-এর প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে এটিকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us