দীর্ঘ ১৮ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। তারপর একটা ম্যাচ খেলিয়েই সরাসরি ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানেকে। এই ঘটনাই অবাক করছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সরাসরি বলছেন, নির্বাচক কমিটির কাজে 'চলমান ধারাবাহিকতা' প্রয়োজন। ৩৫ বছরের রাহানে দীর্ঘ দেড় বছর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স করে গিয়েছিলেন ওভালে। দুই ইনিংসে রাহানে ৮৯ এবং ৪৬ করে গিয়েছিলেন।
আর কামব্যাক করার পর মাত্র একটা টেস্ট খেলানোর পরেই শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সরাসরি রাহানেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে সহ অধিনায়ক করেছে। লন্ডন থেকে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ সম্মতি জানিয়েছেন, শুভমান গিলের মত তরুণ কাউকে এখন থেকেই গ্রুম করার প্রয়োজন ছিল। যদিও রাহানেকে ভাইস ক্যাপ্টেন করার সিদ্ধান্ত 'পিছনে হাঁটা' এমনটা না জানালেও সৌরভ স্বীকার করছেন, এটা মোটেই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নয়।
"পিছনে হাঁটা এমনটা বলছি না। তবে যে ১৮ মাস বাইরে ছিল, তারপর তাঁকে একটা টেস্ট খেলিয়েই ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হল! এর পিছনে কী চিন্তাভাবনা আমার বোধগম্য হচ্ছে না। রবীন্দ্র জাদেজা রয়েছে, যে দীর্ঘদিন জাতীয় দলে খেলছে। টেস্ট দলে যাঁর জায়গা সুনিশ্চিত। ও তো দারুণ চয়েস হতে পারত।"
আরও পড়ুন: লজ্জায় মাথা হেঁট হয়েছে IPL-এ! ‘বলির পাঁঠা’ করে সৌরভের দিল্লিতে বাদ দুই তারকা
"১৮ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করে সহ অধিনায়ক হওয়া, এই বিষয়টিই মাথায় ঢুকছে না। নরমে-গরমে নির্বাচন নিয়ে আমার আপত্তি রয়েছে। নির্বাচনে ধারাবাহিকতা থাকা ভীষণ প্রয়োজন।" বলে দিয়েছেন সৌরভ।
১০০-র টেস্ট খেলা চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে টেস্ট দলে রূপান্তর পর্বের বাটন প্রেস করে দিয়েছেন নির্বাচকরা। তবে সৌরভ মনে করছেন, জাতীয় দলের সঙ্গে পূজারার মত ব্যাটসম্যানের সঙ্গে যোগাযোগে যেন কোনও অস্বচ্ছতা না থাকে। খুল্লামখুল্লা মহারাজ জানাচ্ছেন, "পূজারাকে নিয়ে নির্বাচকদের সুনির্দিষ্ট একটা ধারণা থাকা প্রয়োজন। ওঁকে কি টেস্ট ক্রিকেটে আর ভাবা হচ্ছে, নাকি ওঁর বদলে তরুণ ক্রিকেটারদের নেওয়ার বিষয়ে প্ল্যান করা হচ্ছে- এটা ওঁর সঙ্গে সঠিকভাবে কমউনিকেট করতে হবে। পূজারার মত একজনকে সটান বাদ দেওয়া, তারপর আবার দলে নিয়ে পুনরায় বাদ দেওয়া যায় না। একই ঘটনা অজিঙ্কা রাহানের ক্ষেত্রেও প্রযোজ্য।"
Read the full article in ENGLISH