Advertisment

Sourav Ganguly: বাড়ি থেকেই চুরি সৌরভের লাখ টাকার সম্পদ! ব্যাঙ্কের তথ্য, কন্ট্যাক্ট বেহাত হওয়ার চরম আশঙ্কা

Sourav Ganguly mobile phone theft: ফোন চুরি যাওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বীরেন রায় রোডের বাড়িতে ছিলেন না। ব্যবসা সামলানো থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ কিংবা সঞ্চালক, নানা ভূ্মিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে হামেশাই দেখা যায়। প্রতিদিনই নানা কাজে তিনি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, Sourav Ganguly news

Sourav Ganguly News: দামি মোবাইল খোঁয়া গেল মহারাজের (টুইটার)

Sourav Ganguly Mobile phone: এবার চোরের খপ্পরে ক্রিকেট দুনিয়ার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। রাস্তা-ঘাট বা বিদেশের মাটিতে নয়। খোদ বেহালায় তাঁর বীরেন রায় রোডের বাড়ি থেকেই ফোন চুরি গিয়েছে বলে অভিযোগ। আর, সেই অভিযোগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Advertisment

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, ফোনটি চুরি যাওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বীরেন রায় রোডের বাড়িতে ছিলেন না। ব্যবসা সামলানো থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ কিংবা সঞ্চালক, নানা ভূ্মিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে হামেশাই দেখা যায়। প্রতিদিনই নানা কাজে তিনি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকেন। আর, সেই ব্যস্ততার কারণেই শহরের বাইরে গিয়েছিলেন এই ক্রিকেট কিংবদন্তি। তিনি বাড়ি ফিরে আর ফোনটি দেখতে পাননি। ওই ফোন তিনি নির্দিষ্ট স্থানেই রেখেছিলেন বলে থানায় জানিয়েছেন সৌরভ। তাঁর দাবি, এরপর থেকেই তিনি ফোনটি খুঁজে পাচ্ছেন না।

আরও পড়ুন: শামি-মুকেশের পর ফের বাংলার পেসার টিম ইন্ডিয়ায়! জয় শাহদের ঘোষণায় গর্বিত বাঙালিরা

কলকাতার একাধিক প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ঠাকুরপুকুর থানায় সৌরভ জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি শেষবার ফোনটি দেখেছিলেন। তারপর অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু, ফোন খুঁজে পাননি। সৌরভের উদ্বেগের কারণ, ওই ফোনে যেমন তাঁর ব্যক্তিগত নানা তথ্য আছে। তেমনই আছে তাঁর বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের নানা তথ্যও। পাশাপাশি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন নম্বর তো সেখানে আছেই। সেকথা মাথায় রেখেই সৌরভ তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি অবিলম্বে খুঁজে দিতে ঠাকুরপুকুর থানার পুলিশ আধিকারিকদের অনুরোধ করেছেন।

সূত্রের খবর, সৌরভের বাড়িতে বর্তমানে রং করা হচ্ছে। সেই কাজের জন্য তাঁর বাড়িতে নানা লোকজন যাতায়াত করছেন। থানার তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ফোন হারানোর সময়ে সৌরভের বাড়িতে কারা যাতায়াত করেছেন। প্রয়োজনে সেই সব ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করতে চান তদন্তকারী পুলিশ আধিকারিকরা। পাশাপাশি, ওই মোবাইলে থাকা নানা গুরুত্বপূর্ণ তথ্য যাতে বেহাত হয়ে না-যায়, সেই ব্যাপারেও তদন্তকারীরা জোর দিতে চান।

Cricket News Sourav Ganguly kolkata news Sports News kolkata police
Advertisment