Advertisment

Sourav Ganguly on making Rohit Sharma captain: সকলে নিন্দা করেছিল আমার… এখন সবাই ভুলে গিয়েছে… মুখ খুলে বিস্ফোরক স্বীকারোক্তি সৌরভের

Sourav Ganguly faced criticism: চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন মহারাজ, বাধ্য হয়ে মুখ খুললেন এবার

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, Sourav, জয় শাহ, সৌরভ গঙ্গোপাধ্যায়,

Jay Shah-Sourav: সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন জয় শাহ বোর্ডের সচিব পদে ছিলেন। (ছবি- টুইটার)

Sourav Ganguly on making Rohit Sharma captain: ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে তিনিই বিরাট কোহলির আসনে বসিয়েছিলেন। সেই সময় তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। সেই সময় অনেকেই সৌরভের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তাঁকে কটূক্তি করেছিলেন। আর, আজ যখন টিম ইন্ডিয়া সেই রোহিত শর্মার নেতৃত্বে টি২০ বিশ্বকাপ গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে জিতল। গত বছরের শেষদিকে রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া একদিনের ক্রিকেট বিশ্বকাপে যখন অপরাজিত থেকে ফাইনালে উঠল, তখন চারদিকে অনেকেরই জয়জয়কার চলছে।

Advertisment

অনেকেই কৃতিত্বের দাবি করছেন। কিন্তু, যাঁকে ক্যাপ্টেন করার জন্য তাঁকে সমালোচিত হতে হয়েছিল, সেই ক্যাপ্টেনের সাফল্য আজও তাঁর সঠিক সিদ্ধান্তের পরিচয় দিচ্ছে, এমনটাই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে, আজ অনেকেই রোহিতকে অধিনায়ক করার দিনের কথা ভুলে গেছেন। কেউ আর, তাঁর নাম করছেন না। তাঁর সিদ্ধান্তের কথা বলছেন না। এটাই একমাত্র খেদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর শ্লেষাত্মক উক্তি, 'কেউ আর আজ আমাকে গালিও দিচ্ছে না!'

২০২১ টি২০ বিশ্বকাপের আগে, বিরাট কোহলি টি২০ থেকে ভারত অধিনায়কের সরে যাওয়ার ব্যাপারে এক আশ্চর্যজনক ঘোষণা করেছিলেন। এই নিয়ে জল্পনা তৈরি হলে কোহলি বলেছিলেন যে, তাঁর এই সিদ্ধান্তটি অল ফরম্যাটের খেলোয়াড় হিসেবে তাঁর কাজের চাপ কমানোর জন্য প্রয়োজন। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি পরাজয় এবং তিনটি অন্য ম্যাচে জয়ের পর ২০২১ টি২০ বিশ্বকাপে ভারত প্রথম রাউন্ডেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল। তার পরবর্তী মাসগুলো ভারতীয় ক্রিকেটকে আরও বড় চমক দিয়েছিল। কারণ, কোহলি ওডিআই এবং টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিয়েছিলেন।

এই সময়ে এক বিস্ফোরক প্রেস ইন্টারঅ্যাকশনে কোহলি দাবি করেছিলেন যে তাঁকে দক্ষিণ আফ্রিকা সফরের (২০২১-২২) দল নির্বাচনের ৯০ মিনিট আগে জানানো হয়েছিল যে একদিনের দলের অধিনায়ক পদ থেকে তাঁকে সরানো হচ্ছে। যদিও বিসিসিআই সেই দাবি উড়িয়ে পালটা জানিয়েছিল, অধিনায়ক পদ থেকে সরানোর সিদ্ধান্তের কথা কোহলিকে অনেক আগেই জানানো হয়েছিল।

২০২২ সালের জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরে যাওয়ার পর কোহলি ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন। বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি সৌরভ গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় সেই সময় সমালোচনার মুখে পড়েছিলেন। নেটিজেনদের অনেকেই সেই সময় দলের অধিনায়ক পরিবর্তনের এই কায়দাটা মেনে নিতে পারেননি। তাঁরা অভিযোগ করেছিলেন যে কোহলিকে চাপ দিয়ে একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরানো হল।

আরও পড়ুন- মুকেশের ৪, সঞ্জুর হাফসেঞ্চুরি! ভারতীয় যুবশক্তির তেজে সিরিজে ৪-১’এ ছারখার জিম্বাবোয়ে

সেসব কথা এখন অনেকেই ভুলে গিয়েছেন। যাঁরা সেদিন কোহলিকে সরানোর জন্য সৌরভকে গাল পেড়েছিলেন, তাঁরাই আজ ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের আনন্দে দু'হাত তুলে লাফাচ্ছেন। আর, রোহিত শর্মার জয়গান করছেন। কিন্ত, যিনি সেই রোহিত শর্মাকে অধিনায়ক করলেন বলে ওই নেটিজেনরা সেদিন সৌরভের সমালোচনা করেছিলেন, সেই সৌরভকেই তাঁরা আজ ভুল গিয়েছেন। এমনকী, গালিগালাজও করছেন না।

কিন্তু, সৌরভের আজও দিনগুলো স্পষ্ট মনে আছে। এক বাংলা সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'যখন আমি রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছিলাম, তখন সবাই আমার সমালোচনা করেছিল। এখন যেহেতু রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে, সবাই আমাকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছে। আসলে, আমি মনে করি সবাই ভুলে গেছে যে আমিই তাঁকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করেছিলাম।'

ইতিমধ্যেই ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর। আর, রোহিত এবং কোহলি দু'জনেই টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় দল আরও এক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। তবে, রোহিত এবং কোহলি বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে একসুরে স্পষ্ট জানিয়েছেন যে তাঁরা টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবেন। যার ফলে এটা নিশ্চিত যে উভয় খেলোয়াড়ই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। জয় শাহও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে রোহিত আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন।

Jay Shah Virat Kohli Rohit Sharma BCCI Sourav Ganguly
Advertisment