চলতি আইপিএলে শুধু নামই বদলায়নি দিল্লি। আমূল বদলে গিয়েছে তাদের পারফরম্যান্সও। দিল্লি ডেয়ারডেভিলস এই মরসুমে দিল্লি ক্যাপিটালস নামেই খেলছে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা হয়ে গিয়েছে টেবিল টপার। চেন্নাই সুপার কিংসকে তারা মগডাল থেকে নামিয়ে নিজেরা বসেছে সেখানে।
এই দলটা কখনও আইপিএলের ফাইনাল খেলেনি। ২০১২ সালে শেষবার তারা প্লেঅফে গিয়েছিল। এই মরসুমে প্লেঅফ কার্যত নিশ্চিত। দিল্লিকে অনেকে ফাইনালেও দেখছে। দিল্লির পারফরম্যান্সের এই অভূতপূর্ব উত্থানের কারিগর তিনজন মানুষ- কোচ রিকি পন্টিং, মেন্টর সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও সহকারি কোচ মহম্মদ কাইফ। এমনটাই বলছেন দলের তরুণ তুর্কী পৃথ্বী শ।
রাজস্থানকে ৬ উইকেটে হারানোর পর পৃথ্বী জয়পুরে বললেন, "সৌরভ স্যার, রিকি স্যার আর কাইফ স্যার আমাদের ঘিরে রেখেছেন। দলের শরীরি ভাষাটাই বদলে দিয়েছেন ওনারা। এই দলে আমার মতোই সন্দীপ (লামিচানে), মনজোতরাও (কালরা) তরুণ ক্রিকেটার। কিন্তু সৌরভ স্যাররা এটা বুঝতে দেন না যে. আমরা অনভিজ্ঞ। উল্টে আমরা সিনিয়র-জুনিয়ররা সবসময় একসঙ্গেই থাকি।"
আরও পড়ুন: দাদার কোলে ভাই, সৌরভের স্পর্শে কী বললেন পন্থ?
পৃথ্বী আরও বলছেন যে, প্র্যাকটিস না থাকলেও এই দলটা পরিবারের মতো থাকে একসঙ্গে। পৃথ্বীর সংযোজন, "প্র্যাকটিস না থাকলে সৌরভ স্যারের সঙ্গে আমরা চিল করি। আমরা একসঙ্গে ডিনারে যাই। আমাদের দারুণ একটা বন্ডিং আছে।" ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন পৃথ্বী।