New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/20/b7qHwHb5aQy5DgTWNNx2.jpg)
পুলিশের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly Acting: ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউডের সম্পর্ক একেবারে মন্দ নয়। ইতিপূর্বে, একাধিক ভারতীয় ক্রিকেটারকে রূপোলি পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে। অজয় জাদেজা থেকে কপিল দেব, সকলেই ক্যামেরার সামনে 'অ্যাকশন'-এর চেষ্টা করেছিলেন।
পুলিশের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly in Khakee Promotion: সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নামটার সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। সৌরভের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল একাধিক সাফল্য অর্জন করেছে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুলিশের উর্দিতে সৌরভের একটি ভিডিও যারপরনাই ভাইরাল হয়েছিল। অনেকে তো আবার জল্পনাও করেছিলেন, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক নাকি এবার বলিউডে জমি শক্ত করার চেষ্টা করছেন। তবে যাবতীয় জল্পনায় সৌরভ নিজেই জল ঢেলে দিয়েছেন।
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউডের সম্পর্ক একেবারে মন্দ নয়। ইতিপূর্বে, একাধিক ভারতীয় ক্রিকেটারকে রূপোলি পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে। অজয় জাদেজা থেকে কপিল দেব, সকলেই ক্যামেরার সামনে 'অ্যাকশন'-এর চেষ্টা করেছিলেন। কিন্তু, কেউই সেভাবে সাফল্য অর্জন করতে পারেননি। এদিকে সৌরভের ক্ষেত্রে চাকাটা উল্টোদিকে ঘুরতে শুরু করেছে। ২০০৮ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর তাঁর জনপ্রিয়তা যেন আরও অনেকটা বেড়ে গিয়েছে। তবে এই যশ বৃদ্ধির পিছনে জি বাংলার 'দাদাগিরি আনলিমিটেড' অনুষ্ঠানের অবদান অনস্বীকার্য। বছরের পর বছর ধরে সৌরভ যেভাবে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি বললেন, 'এটা আসলে একটা প্রোমো ছিল। মূল ওয়েব সিরিজের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। অভিনয়টা আমার রক্তেই নেই। এটা আমার জন্য নয়।' একথা বলেই খানিকটা হেসে ফেলেন সৌরভ।
এই ভিডিওয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের একটি চরিত্রও দেখানো হয়েছে। সৌরভের সঙ্গে গ্রেগের সম্পর্ক যে কতখানি তিক্ত, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। একটা সময় গুরু গ্রেগের কারণেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে হয়েছিল সৌরভকে। তবে সেইসব আপাতত অতীত। এই অনুষ্ঠানে গ্রেগের প্রসঙ্গত উঠতেই কার্যত পাশ কাটিয়ে গেলেন মহারাজ। মজা করে বললেন, 'ওটা গ্রেগ চ্যাপেল নয়। আমার কেরিয়ারে সমস্যা একটাই। কোনও সাদা চামড়ার মানুষ দেখানো হলেই সবাই তাঁকে গ্রেগ চ্যাপেলের সঙ্গে তুলনা করেন। তেমনটা কিন্তু একেবারেই নয়।'