Sourav Ganguly slammed for RG Kar Rape Murder comment: ভয়ানক ক্ষতির মুখে সৌরভ! চরম সিদ্ধান্তে একসুর, RG Kar কাণ্ডে মুখ খুলে 'একঘরে' মহারাজ
Kolkata Doctor Rape Murder updates: জাতীয় স্তরে কাজ করা নামী প্রতিষ্ঠিত অভিনেত্রী দাদাগিরি বয়কটের ডাক দেওয়ার পর অনেকেই সেই সুরে সুর মিলিয়েছেন। অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত জি বাংলায় কুইজ অনুষ্ঠানের বয়কটের বিষয়ে সরাসরি ঘোষণা করেছেন। এমনিতেই গত আইপিএল চলাকালীন দাদাগিরির টিআরপি তলানিতে ঠেকেছিল।
Sourav Ganguly on RG Kar Doctor rape murder: ব্যাপক বিপাকে পড়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরজি করের পাশবিক নারকীয় ধর্ষণ নিয়ে যখন গোটা দেশ ফুঁসছে, তেমন আবহে পশ্চিমবঙ্গকে নিরাপদ দাগিয়ে গোটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দিয়েছিলেন। দোষীর কঠোরতম শাস্তিতে সরব হলেও সৌরভের বিরুদ্ধে উঠে গিয়েছে অসংবেদনশীল হওয়ার অভিযোগ। এমন একটা স্পর্শকাতর ইস্যুতে সৌরভ মুখ খুলে কার্যত নাগরিক সমাজকে চটিয়ে দিয়েছেন।
Advertisment
যা বলেছিলেন সৌরভ
"এটা ভীষণ ভুল। এটা ঠিক নয়। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সিসিটিভি লাগাতে হবে। তবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্য হোক। বেশ ভালো শহরে, ভালো রাজ্যে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়। তবে কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল, রাস্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে।"
পাল্টা ক্ষোভের মুখে সৌরভ
এমন মন্তব্য করার পরেই সৌরভের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন একের এক এক পরিচিত মুখ। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার রাতে দখলের মিছিলে পা মেলানোর ফাঁকে এক প্রচারমাধ্যমে তিনি বলেছেন, "সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।"
দাদাগিরি বয়কটের ডাক
সৌরভের বিরুদ্ধে শ্রীলেখা মুখ খোলার পর লাগাম ছাড়া আক্রমণ ভেসে এসেছে দেশকে একসময় বিশ্বকাপের ফাইনালে তোলার বাঙালি নায়কের। অনেকেই সৌরভকে এই মুহূর্তে বাংলার আইকন মানতে নারাজ। অনেকেই কটাক্ষের ছলে বলে দিয়েছেন, গ্রেগ চ্যাপেল ঠিক-ই চিনেছিলেন স্বার্থপর সৌরভকে। রাজ্য সরকারের সঙ্গে দহরম-মহরমের জেরেই সৌরভ এমনভাবে গোটা ইস্যুকে লঘু করতে চাইছেন, এমন অভিযোগ চলে এসেছে।
শ্রীলেখার জ্বালাময়ী ভাইরাল বক্তব্যের পর একধাপ এগিয়ে বড় ঘোষণা করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখে দিয়েছেন, "আমি কোনোদিন দাদাগিরি তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাবনা। Accidentally যাব না সেটা নয়। নিজের ইচ্ছে তেই যাব না। RAPE and MURDER is not ACCIDENT. It is definitely NOT A STRAY INCIDENT EITHER. আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ - রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে/ করে । জেনে বুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। Our BELOVED ICON - I wish you didn’t belittle this act of violence. I wish."
জাতীয় স্তরে কাজ করা নামী প্রতিষ্ঠিত অভিনেত্রী দাদাগিরি বয়কটের ডাক দেওয়ার পর অনেকেই সেই সুরে সুর মিলিয়েছেন। অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত জি বাংলায় কুইজ অনুষ্ঠানের বয়কটের বিষয়ে সরাসরি ঘোষণা করেছেন। এমনিতেই গত আইপিএল চলাকালীন দাদাগিরির টিআরপি তলানিতে ঠেকেছিল। এমন আবহে দর্শকরা যদি জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে অনুষ্ঠানের আয়োজকদের বড়সড় সমস্যার মুখে পড়তে হবে।
একাধিক প্রচারমাধ্যম ঘাঁটাঘাঁটি করে জানা গিয়েছে, সৌরভ এই শো সঞ্চালনা করে সাপ্তাহিক আয় করেন ১ কোটি টাকা। মাসে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ৪-৫ কোটিতে।
সেইসঙ্গে সৌরভ যে সমস্ত পণ্যের প্রচার-দূত সেই সমস্ত বিজ্ঞাপন এবং পণ্য- দুইই বয়কটের ডাক উঠে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফের মুখ খুলেছেন সৌরভ
সবমিলিয়ে সৌরভের কাছে হাজির হয়েছে অস্থির এক মুহূর্ত। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন তিনি। বিতর্কের মুখে দাঁড়িয়ে বেহালার বাঁ হাতি শনিবারক সংবাদমাধ্যমে বলেছেন, কীভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে জানি না। তবে এটা ভয়াবহ ঘটনা। আমি চাই দোষীদের কড়া শাস্তি হোক যাতে ভবিষ্যতে এমন কাজ মাথাতেই না আসে। শাস্তি কঠোরতম হওয়া দরকার।”
গোটা রাজ্য তো বটেই দেশজুড়ে চিকিৎসকদের একাধিক সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। তাতে আবার ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। সৌরভ এই বিষয়ে বলেছেন, “প্রতিবাদ সব কিছুই ঠিক আছে। কিন্তু মানুষের চিকিৎসা পরিষেবাও তো প্রয়োজন। আপদকালীন ক্ষেত্রে চিকিৎসক মহল মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”
Sourav Ganguly slammed for RG Kar Rape Murder comment: ভয়ানক ক্ষতির মুখে সৌরভ! চরম সিদ্ধান্তে একসুর, RG Kar কাণ্ডে মুখ খুলে 'একঘরে' মহারাজ
Kolkata Doctor Rape Murder updates: জাতীয় স্তরে কাজ করা নামী প্রতিষ্ঠিত অভিনেত্রী দাদাগিরি বয়কটের ডাক দেওয়ার পর অনেকেই সেই সুরে সুর মিলিয়েছেন। অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত জি বাংলায় কুইজ অনুষ্ঠানের বয়কটের বিষয়ে সরাসরি ঘোষণা করেছেন। এমনিতেই গত আইপিএল চলাকালীন দাদাগিরির টিআরপি তলানিতে ঠেকেছিল।
Follow Us
Sourav Ganguly on RG Kar Doctor rape murder: ব্যাপক বিপাকে পড়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরজি করের পাশবিক নারকীয় ধর্ষণ নিয়ে যখন গোটা দেশ ফুঁসছে, তেমন আবহে পশ্চিমবঙ্গকে নিরাপদ দাগিয়ে গোটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দিয়েছিলেন। দোষীর কঠোরতম শাস্তিতে সরব হলেও সৌরভের বিরুদ্ধে উঠে গিয়েছে অসংবেদনশীল হওয়ার অভিযোগ। এমন একটা স্পর্শকাতর ইস্যুতে সৌরভ মুখ খুলে কার্যত নাগরিক সমাজকে চটিয়ে দিয়েছেন।
যা বলেছিলেন সৌরভ
"এটা ভীষণ ভুল। এটা ঠিক নয়। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সিসিটিভি লাগাতে হবে। তবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্য হোক। বেশ ভালো শহরে, ভালো রাজ্যে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়। তবে কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল, রাস্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে।"
পাল্টা ক্ষোভের মুখে সৌরভ
এমন মন্তব্য করার পরেই সৌরভের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন একের এক এক পরিচিত মুখ। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার রাতে দখলের মিছিলে পা মেলানোর ফাঁকে এক প্রচারমাধ্যমে তিনি বলেছেন, "সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।"
দাদাগিরি বয়কটের ডাক
সৌরভের বিরুদ্ধে শ্রীলেখা মুখ খোলার পর লাগাম ছাড়া আক্রমণ ভেসে এসেছে দেশকে একসময় বিশ্বকাপের ফাইনালে তোলার বাঙালি নায়কের। অনেকেই সৌরভকে এই মুহূর্তে বাংলার আইকন মানতে নারাজ। অনেকেই কটাক্ষের ছলে বলে দিয়েছেন, গ্রেগ চ্যাপেল ঠিক-ই চিনেছিলেন স্বার্থপর সৌরভকে। রাজ্য সরকারের সঙ্গে দহরম-মহরমের জেরেই সৌরভ এমনভাবে গোটা ইস্যুকে লঘু করতে চাইছেন, এমন অভিযোগ চলে এসেছে।
শ্রীলেখার জ্বালাময়ী ভাইরাল বক্তব্যের পর একধাপ এগিয়ে বড় ঘোষণা করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখে দিয়েছেন, "আমি কোনোদিন দাদাগিরি তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাবনা। Accidentally যাব না সেটা নয়। নিজের ইচ্ছে তেই যাব না। RAPE and MURDER is not ACCIDENT. It is definitely NOT A STRAY INCIDENT EITHER. আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়।
কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ - রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে/ করে । জেনে বুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।
Our BELOVED ICON - I wish you didn’t belittle this act of violence. I wish."
জাতীয় স্তরে কাজ করা নামী প্রতিষ্ঠিত অভিনেত্রী দাদাগিরি বয়কটের ডাক দেওয়ার পর অনেকেই সেই সুরে সুর মিলিয়েছেন। অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত জি বাংলায় কুইজ অনুষ্ঠানের বয়কটের বিষয়ে সরাসরি ঘোষণা করেছেন। এমনিতেই গত আইপিএল চলাকালীন দাদাগিরির টিআরপি তলানিতে ঠেকেছিল। এমন আবহে দর্শকরা যদি জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে অনুষ্ঠানের আয়োজকদের বড়সড় সমস্যার মুখে পড়তে হবে।
একাধিক প্রচারমাধ্যম ঘাঁটাঘাঁটি করে জানা গিয়েছে, সৌরভ এই শো সঞ্চালনা করে সাপ্তাহিক আয় করেন ১ কোটি টাকা। মাসে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ৪-৫ কোটিতে।
সেইসঙ্গে সৌরভ যে সমস্ত পণ্যের প্রচার-দূত সেই সমস্ত বিজ্ঞাপন এবং পণ্য- দুইই বয়কটের ডাক উঠে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফের মুখ খুলেছেন সৌরভ
সবমিলিয়ে সৌরভের কাছে হাজির হয়েছে অস্থির এক মুহূর্ত। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন তিনি। বিতর্কের মুখে দাঁড়িয়ে বেহালার বাঁ হাতি শনিবারক সংবাদমাধ্যমে বলেছেন, কীভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে জানি না। তবে এটা ভয়াবহ ঘটনা। আমি চাই দোষীদের কড়া শাস্তি হোক যাতে ভবিষ্যতে এমন কাজ মাথাতেই না আসে। শাস্তি কঠোরতম হওয়া দরকার।”
গোটা রাজ্য তো বটেই দেশজুড়ে চিকিৎসকদের একাধিক সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। তাতে আবার ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। সৌরভ এই বিষয়ে বলেছেন, “প্রতিবাদ সব কিছুই ঠিক আছে। কিন্তু মানুষের চিকিৎসা পরিষেবাও তো প্রয়োজন। আপদকালীন ক্ষেত্রে চিকিৎসক মহল মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”