Advertisment

মোদির রাজ্যে আইপিএল! জন্মদিনে বড় ঘোষণা সৌরভের

দেশেই আইপিএল আয়োজনে পক্ষপাতী সৌরভ। বলে দিলেন, আইপিএল ছাড়া এই বছরকে বিদায় জানানো সম্ভব নয়। সৌরভ জন্মদিনে জানালেন আইপিএলের খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সৌরভ গঙ্গোপাধ্যায়

আইপিএল হবে এই বছরেই। আর আয়োজক হিসাবে প্রায়োরিটি ভারত-ই। জন্মদিনেই আইপিএল নিয়ে এমন বড়সড় ঘোষণা করে দিলেন সৌরভ।

Advertisment

বোর্ড সভাপতি 'ইন্ডিয়া টুডে'-র ক্রিকেট শো 'ইন্সপিরেশন'-এ জানিয়ে দিলেন, "২০২০ বছর আমরা আইপিএল ছাড়া শেষ করতে পারব না। ৩৫-৪০ দিনের উইন্ডো পেলেও ভারতই আমাদের প্রথম প্রায়োরিটি। তবে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, কোথায় করা হবে।"

ভারতে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবথেকে বেশি সংক্রমিত দেশের মধ্যে ভারত তিন নম্বরে রয়েছে। তাই, ভারতীয় বোর্ডকে ইতিমধ্যেই আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং নিউজিল্যান্ড। তবে সৌরভের যুক্তি, বিদেশে আইপিএল আয়োজন করলে খরচ অনেকটাই বেড়ে যাবে।

সৌরভ বলছিলেন, "আমরা সবকিছু বিবেচনা করছি। প্রথমত, সীমিত উইন্ডোর মধ্যে আইপিএল আয়োজন করা যাবে কিনা! দ্বিতীয়ত, দেশেই আইপিএল আয়োজন করতে চাই আমরা। কোনো কারণে একান্তই টুর্নামেন্ট আয়োজন করা না হলে বিদেশে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে বিদেশে লিগ আয়োজন ফ্র্যাঞ্চাইজি ও বোর্ড দুই তরফেই খরচ সাপেক্ষ হতে চলেছে। কারণ, বৈদেশিক মুদ্রায় ভারতীয় মুদ্রায় কনভার্সন করলেই খরচ বাড়বে। এখনো পর্যন্ত আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। আশা করি দেশেই আইপিএল হবে।"

আইপিএলে ভাগ্য ঝুলে থাকার পিছনে আইসিসির টি২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অপারগতা, এমনটাই জানাচ্ছেন সৌরভ। সাফ জানাচ্ছেন, "মিডিয়ার কাছ থেকে বিভিন্ন খবর শুনছি। তবে সরকারিভাবে যতদিন না কিছু জানানো হয়, ততদিন আমরা বুঝতে পারছি না, কি হতে চলেছে।"

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে এদিনও মহারাজ বলেছেন, "মুম্বই, কলকাতা, চেন্নাই, দিল্লি শহর থেকেই আইপিএলের বড় বড় টিম আছে। তবে সংক্রমণের বাড়বাড়ন্তের জন্যই সমস্যা তৈরি হয়েছে। এই মুহূর্তে বুকে হাত রেখে কেউই বলতে পারবে না আইপিএল আয়োজন করা সম্ভব। আমরা আহমেদাবাদের বিষয়েও ভেবে দেখেছি। দারুণ একটা স্টেডিয়াম রয়েছে ওখানে। জানি না সেখানে আইপিএল খেলা সম্ভব কিনা। ভারতেই আয়োজন করতে পারব আইপিএল, এতটা জোর নিয়ে মোটেই বলা যাচ্ছে না।"

আইপিএল আয়োজনে মরিয়া বিসিসিআই। আগেই সৌরভ জানিয়েছিলেন, আইপিএল না খেললে বোর্ডের ৪০০ কোটি টাকা ক্ষতি হবে। এদিন সৌরভ জানিয়ে যান, "আমরা চাই আইপিএল আয়োজন করতে। কারণ জীবন স্বাভাবিক ছন্দ আনতেই হবে। ক্রিকেটকেও ফিরতে হবে।"

Sourav Ganguly IPL
Advertisment