Advertisment

Sourav Ganguly on Ricky Ponting: ৭ বছরেও দিল্লির উন্নতি করেননি পন্টিং, নিজের হেড কোচ হওয়ার সম্ভবনা উস্কে বিস্ফোরক সৌরভ

Ricky Ponting parted ways with Delhi Capitals: দিল্লির ব্যর্থতায় পন্টিংকে নিশানা করলেন সৌরভ

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly, Ricky Ponting, সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং,

Sourav Ganguly-Ricky Ponting: পন্টিং সম্পর্কে বিস্ফোরক সৌরভ। (ছবি- টুইটার)

Sourav Ganguly, Ricky Ponting, Delhi Capitals: রিকি পন্টিংয়ের সঙ্গে আইপিএল টিম দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক চুকতেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে একহাত নিলে সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালসের মেন্টর অভিযোগ করেছেন, গত সাত বছরে পন্টিংয়ের কোচিংয়ে দিল্লি ক্যাপিটালসের একচুলও উন্নতি হয়নি। এই ব্যাপারে তাঁকে জিওফ্রে বয়কট সাবধান করেছিলেন। সেকথা মনে করিয়ে দিয়ে সৌরভ বলেন, 'বয়কটই ঠিক ছিল।'

Advertisment

শনিবারই, দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে রিকি পন্টিংয়ের সঙ্গে তাদের সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করেছে। অবশ্য, তার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় এক বাংলা দৈনিককে খবরটা ফাঁস করেছিলেন। পন্টিংয়ের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্ক। ২০১৮ সালে তিনি দলের কোচ হন। সেই সম্পর্কেরই সমাপ্তি ঘটল ১৪ জুলাই। আর, ওই ল্যাটা চুকতেই সৌরভ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের কোচ হিসেবে পারফরম্যান্স সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানান।

পন্টিংয়ের অধীনে দিল্লি ক্যাপিটালস ২০১৮ সালে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করে। ২০১৯ সালে তৃতীয় হয়েছিল। ২০২০ সালে রানার্স আপ। ২০২১-এ টানা তৃতীয়বার প্লে অফে জায়গা পেয়েই সন্তুষ্ট থেকেছিল। সাাফল্য বলতে এটুকুই। আর, ২০২২ সালে ৫ম ২০২৩ সালে নবম। ২০২৪ সালে ষষ্ঠস্থান লাভ করেছিল। আর, দিল্লির এই লজ্জাজনক ফলাফলকে হাতিয়ার করেই সৌরভ কিংবদন্তি জিওফ্রে বয়কটের উদ্ধৃতি তুলে ধরেন। আর, বয়কটের সেই তিরে বিদ্ধ করেছেন তিনবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তথা দিল্লি ক্যাপিটালসে তাঁর সহকর্মী রিকি পন্টিংকে।

আরও পড়ুন- মাসিক বেতন কোটিতে, দৈনিক হাত খরচ-ই হাজার হাজার টাকা! গম্ভীরকে সোনায় মোড়া কন্ট্র্যাক্ট জয় শাহদের

পন্টিংয়ের প্রসঙ্গে সৌরভ বলেছেন, 'রিকি পন্টিং আর ডিসি (দিল্লি ক্যাপিটালস)-র কোচ থাকছেন না। জিওফ্রে বয়কট একেবারেই ঠিক! এই সাত বছরে পন্টিং ডিসিকে এগিয়ে দিতে পারেনি। ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। আমি কোনও ভারতীয়কে কোচ করার পরামর্শ দেব।'

সৌরভ আরও বলেন, 'দেখা যাক আমি কিছু করতে পারি কি না। আমাদের কিছু নতুন খেলোয়াড় নিতে হবে। আমি ইংল্যান্ডের নতুন তারকা জেমি স্মিথকে দিল্লি ক্যাপিটালসের (DC)-এর দক্ষিণ আফ্রিকা (SA20) দলের (প্রিটোরিয়া ক্যাপিটালস) থেকে আনতে চেয়েছিলাম। তিনি আসতেও রাজি ছিলেন। কিন্তু, তখন ইংল্যান্ড তাদের ভারত সফরে ব্যস্ত থাকবে। তাই স্মিথ আসতে পারবেন না।'

IPL Australia Cricket News Sourav Ganguly Delhi Capitals
Advertisment