Advertisment

রায়ডু নয়, রাহানেকে চান সৌরভ

আসন্ন ইংল্যান্ড সফরে সুযোগ পাননি অজিঙ্ক রাহানে। নির্বাচকদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্য়ায়।আম্বাতি রায়ডুর পরিবর্তে ইংল্যান্ডের মাটিতে রাহানেকেই এগিয়ে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly Surprised By Ajinkya Rahane's Absence From The Limited-Overs Squads Against England

রায়ডুর পরিবর্তে রাহানেকে ইংল্যান্ডে চেয়েছিলেন সৌরভ

আসন্ন ইংল্যান্ড সফরে সুযোগ পাননি অজিঙ্ক রাহানে। নির্বাচকদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ইংল্যান্ডের মাটিতে আম্বাতি রায়ডু নয়,  রাহানেরই বেশি সফল হওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Advertisment

মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ছাড়াও, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে ও তিন ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল বেছে নিয়েছে বিসিসিআই।  পাশাপাশি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দলও বেছে নিয়েছে এমএসকে প্রসাদরা।

বিরাট কোহলির পরিবর্তে আফগানিস্তান টেস্টে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে রাহানের হাতে। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ওয়ান-ডে ও টি-২০ সিরিজে রাখা হয়নি রাহানেকে। এমনকি আয়ারল্যান্ডের বিরুদ্ধেও দলে সুযোগ পাননি তিনি।ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে দল নির্বাচনের ক্ষেত্রে চলতি আইপিএলের পারফরম্যান্সের দিকেও চোখ রেখেছেন প্রসাদ অ্যান্ড কোং। দুরন্ত ফর্মে থাকা তিন ক্রিকেটারেরই শিকে ছিঁড়েছে ভারতীয় দলে।

আরও পড়ুন, আফগানিস্তান টেস্টে কোহলির বদলে করুণ, জাতীয় দলে রায়ডু-আয়ার-কাউল

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন চেন্নাই সুপার কিংসের আম্বাতি রায়ডু, এসেছেন দিল্লি ডেয়ারডেভিলসের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার সিদ্ধার্থ কাউল। টি-২০ সিরিজের জন্য একপ্রকার নিদাহাস ট্রফির দলটাই ধরে রাখা হয়েছে। শুধু কোহলির সংযোজন হয়েছে সেখানে।

রাহানের নাম দেখতে না-পেয়ে চমকেছেন সৌরভ। তিনি বলছেন, “লিমিটেড ওভার ক্রিকেটে রাহানেকে দলে না রাখার সিদ্ধান্ত খুবই কঠোর। আমি নিজে হলে এখনও  রায়ডুর জায়গার রাহানেকেই বাছব। ইংল্যান্ডের পরিবেশে, যেখানে বল অনেক মুভ করে, সেখানে রাহানে অনেক এগিয়ে থাকবে। ইংল্যান্ডে ওর রেকর্ডও অনেক ভাল।’’ 

শেষ এক বছরে রাহানের পারফরম্যান্সের দিকে তাকালে স্পষ্ট যে সৌরভ ন্যায্য কথাই বলেছেন। ১৭টি ওয়ান-ডে খেলে ৭২৫ রান করেছেন রাহানে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরিও রয়েছে তাঁর। এমনকি দ্বীপরাষ্ট্রে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। শেষ এক বছরে রাহানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচে ২৪৪ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছ ম্যাচে ১৪০ করেছেন।

Sourav Ganguly
Advertisment