scorecardresearch

বড় খবর

সুস্থ হয়েই মোদিকে ধন্যবাদ সৌরভের, উপচে পড়ল প্রশংসা

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত-এ উঠে এসেছিল টিম ইন্ডিয়ার ঐতিহাসিক পারফরমেন্স।

হাসপাতাল থেকে রবিবারই ছাড়া পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়ি ফিরে গিয়েছেন এদিনই। আপাতত কিছুদিন বাড়িতে বিশ্রামেই থাকবেন তিনি। যোগাযোগ থাকবে চিকিৎসকদের সঙ্গেও। এর মধ্যেই বাড়ি ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম টুইট করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিলেন।

কারণ এর কিছুই নয়। প্রধানমন্ত্রী নিজের মন কি বাত অনুষ্ঠানে ভারতীয় দলের পারফরম্যান্স এর কথা তুলে ধরেছিলেন। তারপরেই পাল্টা ধন্যবাদ জানিয়েছিল বিসিসিআই। পৃথক টুইটে মোদিকে ধন্যবাদ দিলেন সৌরভও।

টুইট করে মহারাজ লিখলেন, “অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের প্রশংসা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।”

ভারতীয় ক্রিকেট দল বিদেশের মাটিতে ইতিহাস গড়েছে। রূপকথা তৈরি করে সফর শেষ করেছে অজিঙ্কা রাহানের টিম ইন্ডিয়া। তারপরেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় টিম ইন্ডিয়ার স্তুতি। জাতীয় দলের কঠোর পরিশ্রম এবং টিমওয়ার্ক গোটা বিশ্বের কাছেই অনুপ্রেরণা, এমন ভাষাতেই ঐতিহাসিক জয়কে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: যে দশ অনামি মুখ এবার আইপিএল নিলামের আকর্ষণ, চিনে নিন আগেভাগে

শনিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, “এই মাসেই ক্রিকেটের মাঠ থেকে আমাদের কাছে ভাল খবর এসেছে। প্রাথমিক বিপত্তি কাটিয়ে গৌরবের সঙ্গে প্রত্যাবর্তন করেছে। এবং সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়ায়। আমাদের দলের হার্ডওয়ার্ক এবং টিমওয়ার্ক অনুপ্রেরণা জোগাবে।”

প্রধানমন্ত্রীর এমন প্রশংসার পরেই বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডল থেকে ধন্যবাদ জানানো হয়। “আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ। তেরঙা উঁচুতে রাখার জন্য টিম ইন্ডিয়া এভাবেই খেলবে।”

গাব্বায় ভারতীয় দল ৩২ বছরের অজি আধিপত্য চুরমার করে জেতে। সিরিজও ২-১ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া। তা-ও আবার চোট আঘাতে জর্জরিত দ্বিতীয় সারির দল নিয়ে। এর আগে শেষবার ১৯৮৮ সালে ভিভ রিচার্ডসের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল বর্ডারের অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৯ উইকেটে। ঐতিহাসিক সিরিজ জয়ের সঙ্গেসঙ্গেই ভারত আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়াকে সরিয়ে।

আপাতত ভারতের সামনে চ্যালেঞ্জ দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। চারটি টেস্ট, তিনটে ওডিআই এবং পাঁচটি টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে ইংল্যান্ড দলের প্রত্যেকে আপাতত কোয়ারেন্টাইন পর্ব পালন করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Sourav ganguly thanks pm narendra modi after his words on team india performance vs australia mann ki baat