Sourav Ganguly: 'লর্ডসে জামা ঘুরপাক মানে...', এবার AI প্রযুক্তিতে দাদাগিরি সৌরভের

Sourav Ganguly Natwest Trophy: এই টুর্নামেন্ট অবশ্য় অন্য একটি কারণে স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে। সেটা হল লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে আদুল গায়ে সৌরভের জার্সি ওড়ানো।

Sourav Ganguly Natwest Trophy: এই টুর্নামেন্ট অবশ্য় অন্য একটি কারণে স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে। সেটা হল লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে আদুল গায়ে সৌরভের জার্সি ওড়ানো।

author-image
Koushik Biswas
New Update
sourav ganguly natwest trophy

ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভের উচ্ছ্বাস

Sourav Ganguly Natwest Trophy: সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে এই নামটা নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই। একটা সময় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) যখন ক্রমশ গড়াপেটার কালো অন্ধকারে ডুবতে বসেছিল, সেইসময় বিসিসিআই সৌরভের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিল। তারপর থেকে টিম ইন্ডিয়া একাধিক সাফল্য অর্জন করেছে। এরমধ্য়ে অন্যতম স্মরণীয় ঘটনা হল ২০০২ সালে ভারতীয় ক্রিকেট দলের ন্যাটওয়েস্ট ট্রফি জয়। ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়া যে কোনও ওয়ানডে সিরিজ জিততে পারে, সেটা অনেকেই কল্পনা করতে পারেননি।

Advertisment

তবে এই টুর্নামেন্ট অবশ্য় অন্য একটি কারণে স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে। সেটা হল লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে আদুল গায়ে সৌরভের জার্সি ওড়ানো। অনেকে তো এও বলতে শুরু করেছেন, স্বাধীনতা পরবর্তী জমানায় ব্রিটিশদের বিরুদ্ধে এটাই নাকি ভারতের জয়ধ্বনি ছিল। যাইহোক, তারপর থেকে সময় অনেকটাই বয়ে গিয়েছে। কিন্তু, এই ছবিটা আজীবন ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছে।

সম্প্রতি চ্যাট-জিপিটি'র ঘিবলি ইমেজ নিয়ে সোশ্য়াল মিডিয়া রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের একজন সমর্থক সৌরভের ওই জার্সি ওড়ানোর ছবিটা শেয়ার করেছেন। বলার অপেক্ষা রাখে না, মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে লাইকের বন্যাও। 

ফ্লিনটফের বদলা নিয়েছিলেন সৌরভ

Advertisment

আসলে ২০০২ সালে আয়োজিত ওই ন্যাটওয়েস্ট ট্রফির আগে ভারত (Team India) সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজের শেষ ম্যাচটা মুম্বইয়ে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করার পর সিরিজটা ৩-৩ ব্যবধানে ড্র করে। এরপর আচমকা ফ্লিনটফ নিজের জার্সি খুলে সেই জয় উদযাপন করেছিলেন। সেই হারটা মুখ বন্ধ করে সহ্য় করেছিলেন সৌরভ। আর ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর পালটা জবাব দিয়েছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই অধ্যায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Team India Indian Cricket Team Sourav Ganguly