Advertisment

Sourav Ganguly-East Bengal: সৌরভকে সেরার সেরা সম্মান ইস্টবেঙ্গলের! দেবব্রত সরকারের মেসেজে 'হ্যাঁ' বললেন মহারাজ

Sourav Ganguly Bharat Ratna: সৌরভকে সুখবর দিল এবার ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সন্ধেয় বড় ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। জানিয়ে দিল, ক্লাবের তরফে পরবর্তী ভারত-রত্ন সম্মান তুলে দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, East Bengal, Bharat Ratna

Sourav Ganguly-East Bengal: সৌরভকে ভারত-রত্ন দিচ্ছে ইস্টবেঙ্গল (টুইটার)

Sourav Ganguly, East Bengal, Bharat Gaurav: দিল্লি ক্যাপিটালস-এর হেড কোচ হওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্ভবত সেই আশা পূরণ হচ্ছে না। দিল্লি হেড কোচ হিসেবে দুই বিশ্বজয়ীর সঙ্গে যোগাযোগ রাখছে রিকি পন্টিংয়ের উত্তরসূরি হিসাবে।

Advertisment

তবে সৌরভকে সুখবর দিল এবার ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সন্ধেয় বড় ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। জানিয়ে দিল, ক্লাবের তরফে পরবর্তী ভারত-গৌরব সম্মান তুলে দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে।

ক্লাবের তরফে সৌরভের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন দেবব্রত সরকার। মেসেজ করেছিলেন মহাতারকাকে। লাল-হলুদ কর্তা কর্তার মেসেজ বয়ান, "শুনেছি তুমি শহরে ফিরে এসেছিল। তবে এবার বাইরে চলে গিয়েছ। আমাদের স্রেফ নিশ্চিত করো তুমি ১ অগাস্ট ক্লাবের প্ৰতিষ্ঠা দিবসে শহরে থাকবে। সেই অনুযায়ী তাহলে আমরা প্ল্যানিং করতে পারব। তুমি কনফার্ম করলে বাধিত হব। নিজের যত্ন নিও।"

প্রত্যুত্তরে মহারাজ লেখেন, "হ্যাঁ, আমি থাকব।"

publive-image

ঘটনাচক্রে, ইস্টবেঙ্গলের আগেই মোহনবাগান রত্ন দেওয়ার ঘোষণা করেছিল সবুজ মেরুন শিবির। তারপরই বড় ঘোষণা এল ইস্টবেঙ্গল শিবির থেকে। একই বছরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের তরফে শীর্ষ সম্মান প্রাপক প্ৰথম ব্যক্তি হচ্ছেন সৌরভ।

সৌরভ ঘরোয়া ক্রিকেটে মোহনবাগানের হয়ে টানা নয় বছর খেলেছেন। গত দুই বছরে মোহনবাগান রত্ন পেয়েছিলেন শ্যাম থাপা এবং গৌতম সরকার।

মোহনবাগান রত্ন: সৌরভ গঙ্গোপাধ্যায়
জীবনকৃতী সম্মান: বিমল মুখোপাধ্যায়
বর্ষসেরা ফুটবলার (সিনিয়র): দিমিত্রি পেত্রাতোস
বর্ষসেরা স্ট্রাইকার: মনবীর সিং
বর্ষসেরা যুব ফুটবলার: সুহেল ভাট
বর্ষসেরা ক্রিকেটার: আভিলিন ঘোষ
বর্ষসেরা এথলিট: করুণাময় মাহাতো
বর্ষসেরা হকি প্লেয়ার: সৌরভ পাসিনে

ইস্টবেঙ্গল পুরস্কার তালিকা

ভারত গৌরব পুরস্কার: সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly Eastbengal East Bengal East Bangal East Bengal Club
Advertisment