Advertisment

Sourav Ganguly-Delhi Capitals: দিল্লি ক্যাপিটালস-এ চাকরি নেই, তবু IPL নিলামে থাকবেন সৌরভ! বড় আপডেট প্রকাশ্যে

Sourav Ganguly to be at IPL mega auction: ঠিক কোন ক্ষমতায় সৌরভ আইপিএল নিলামে থাকবেন, তা নিয়ে অনেকেই ধন্দে। তাহলে এবার জেনে নিন আসল ঘটনাটা কী

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, IPL, সৌরভ গাঙ্গুলি, আইপিএল,

Sourav Ganguly: নিলামে থাকবেন সৌরভ। (ছবি- টুইটার)

Sourav Ganguly, Delhi Capitals, JSW: দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের মেগা নিলামে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক জেএসডব্লিউ স্পোর্টস সৌরভ গাঙ্গুলিকে তাদের ক্রিকেট বিভাগের ডিরেক্টর করেছে। সৌরভের বদলে দিল্লি ক্যাপিটালস তাদের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে বেণুগোপাল রাওকে নিয়োগ করেছে। পাশাপাশি হেমাঙ্গ বাদানিকে ফ্র্যাঞ্চাইজি নতুন কোচ করেছে। আগে ওই পদে ছিলেন রিকিং পন্টিং। তবে, এই সব পরিবর্তনের পরও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ২০২৫-এর মেগা নিলামে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisment

জেএসডব্লিউ (JSW) ঘোষণা করেছে, 'অফ-সাইডের ঈশ্বর এখন জেএসডব্লিউ স্পোর্টসে আমাদের ক্রিকেট পরিচালক। এখানে আইকন, সৌরভ গাঙ্গুলিকে আমাদের পরিবারে তাঁর নতুন ভূমিকায় স্বাগত জানানো হচ্ছে। আমরা তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।' এই নতুন ভূমিকায় সৌরভ জেএসডব্লিউয়ের মালিকানাধীন সমস্ত ক্রিকেটীয় দিকগুলো দেখভাল করবে। দিল্লি ক্যাপিটালসের পুরুষ এবং মহিলা দল, দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং আমিরশাহি লিগে দুবাই ক্যাপিটালসের ক্রিকেট সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো দেখভাল করবে।

আরও পড়ুন- টেস্ট হারতেই বড় বদল ভারতের স্কোয়াডে! চমক দিয়ে সেরা তারকাকে নেওয়া হল টিম ইন্ডিয়ায়

জেএসডব্লিউ (JSW) স্পোর্টসের মালিক পার্থ জিন্দাল সৌরভকে তাঁদের ক্রিকেট পরিবারের নতুন পরিচালক হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, 'জেএসডব্লিউ স্পোর্টসে দাদার বিরাট অবদান। আমাদের কাছে তিনি প্রথমে একজন পরিবারের সদস্য। পরে ক্রিকেট আইকন। সেটা যেমন আগেও সত্যি ছিল, এখনও তাই। তিনি ক্রিকেট দুনিয়ার একজন ক্ষুরধার মস্তিষ্ক। আমরা ক্রীড়াক্ষেত্রে সব সময় তাঁর পরামর্শ এবং বুদ্ধির দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করব।'

IPL Sourav Ganguly Delhi Capitals ipl auction
Advertisment