Sourav Ganguly protest walk for RG Kar rape murder: আরজি কর কাণ্ডে বারবার মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কড়া ভাষায় নিন্দা করেও সমালোচিত হয়েছেন। সোমবার নিজের প্রোফাইল পিকচার কালো করে আরজি কর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রতীকী প্রতিবাদ জানিয়েছিলেন সৌরভ। এবার সেখানেই সীমাবদ্ধ থাকল না মহারাজের কীর্তি।
জানা যাচ্ছে, এবার পথে নামবেন তিনি। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরি থেকে বিচার চেয়ে রাস্তায় পা মেলানোর আহবান দেওয়া হয়েছে কলকাতার সমস্ত নৃত্যশিল্পীদের। বুধবার সন্ধেয় সাড়ে সাতটায় শুরু হবে এই প্রতিবাদ মিছিল। সেখানেই স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নৃত্যশিল্পীদের সঙ্গে মিছিলে হাঁটবেন তিনি।
সমাজের সর্বস্তরে প্রতিবাদ সর্বগ্রাসী রূপ নিয়েছে। চিকিৎসকরা, চলচ্চিত্র শিল্পীরা এমনকি ইস্ট-মোহন সমর্থকরাও রাস্তায় নেমে ধুন্ধুমার বাঁধিয়েছেন। সেই পথেই এবার হাঁটতে চলেছেন নৃত্যশিল্পীরা। জানা গিয়েছে, বড়িশা স্পোর্টিং কর্নারে সকলে একত্রিত হয়ে জেমস লং সরণি, বেহাল ব্লাইন্ড স্কুল হয়ে দীক্ষামঞ্জরীর সামনে শেষ হবে মিছিল।
এর আগে সৌরভের বক্তব্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। আরজি কর ইস্যুতে প্ৰথমবার মুখ খুলে সৌরভ বলে দিয়েছিলেন, সেটি বিচ্ছিন্ন ঘটনা। পশ্চিমবঙ্গ এমনিতেই নিরাপদ রাজ্য বসবাসের জন্য। এই বক্তব্যে সৌরভকে তুলোধোনা করেন শ্রীলেখা মিত্র। দাদাগিরি বয়কটের ডাক দেন স্বস্তিকা মুখোপাধ্যায়-ও।
এমন আবহেই সৌরভ আত্মপক্ষ সমর্থনে দ্বিতীয়বার মুখ খুলে বলেন, "কীভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে জানি না। তবে এটা ভয়াবহ ঘটনা। আমি চাই দোষীদের কড়া শাস্তি হোক যাতে ভবিষ্যতে এমন কাজ মাথাতেই না আসে। শাস্তি কঠোরতম হওয়া দরকার।”
গোটা রাজ্য তো বটেই দেশজুড়ে চিকিৎসকদের একাধিক সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। তাতে আবার ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। সৌরভ এই বিষয়ে বলেছেন, “প্রতিবাদ সব কিছুই ঠিক আছে। কিন্তু মানুষের চিকিৎসা পরিষেবাও তো প্রয়োজন। আপদকালীন ক্ষেত্রে চিকিৎসক মহল মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”