/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/DADA-2.jpg)
এবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের টিম বিসিসিআই, জেনে নিন কোন ভূমিকায় কারা (ছবি-টুইটার/বিসিসিআই)
বুধবারই আনুষ্ঠানিক ভাবে বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট পদে এলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে এলেন 'মহারাজ'। ৩৯ তম সভাপতি হিসাবে শুরু করলেন কেরিয়ারের নয়া ইনিংস।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে 'টিম ইন্ডিয়া'কে একটা ব্র্য়ান্ড হিসাবে প্রতিষ্ঠিত করা মানুষটাই এবার টিম বিসিসিআই-কে নেতৃত্ব দেবেন। সৌরভ জানিয়ে দিয়েছেন ঠিক যেভাবে ভারতীয় ক্রিকেট দলের ক্য়াপ্টেনসি করেছেন তিনি সেভাবেই বিসিসিআই-কে নেতৃত্ব দেবেন। আগামী ন'মাস বোর্ডে 'দাদাগিরি' করবেন দেশের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক।
Mr. Jay Shah: Secretary
Mr. Arun Singh Dhumal: Treasurer
Mr. Mahim Verma : Vice-President
Mr. Jayesh George: Joint Secretary
Presenting Team BCCI ???????? pic.twitter.com/HLkChpyEZ1— BCCI (@BCCI) October 23, 2019
আরও পড়ুন: জাতীয় দলের মতোই বোর্ডকে ‘নেতৃত্ব’ দেবেন, সৌরভ বললেন সাংবাদিকদের
দেখে নেওয়া যাক কারা রয়েছেন সৌরভের টিম বিসিসিআই-তে:
জয় শাহ, সচিব: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পুত্র জয় শাহ। বয়স ৩১। এই দলের কনিষ্ঠতম সদস্য়। ঘটনাচক্রে জয় প্রায় এক দশকেরও বেশি সময় ধরে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। ২০১৩ সালে সংগঠনের যুগ্ম-সচিব হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
অরুণ সিং ধুমাল, কোষাধ্য়ক্ষ: প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ। সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা প্য়ানেলের মান্যতা মেনে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইপিসিএ) তিন সদস্য়ের অ্যাড-হক কমিটি গঠন করেছিল। সেই কমিটিতে ছিলেন অরুণ। বিসিসিআই-তে তিনি এইচপিসি-এর প্রতিনিধিত্ব করেছেন।
The new team at. @bcci .. hopefully we can work well .. anurag thakur thank you for seeing this through @ianuragthakur pic.twitter.com/xvZyiczcGq
— Sourav Ganguly (@SGanguly99) October 14, 2019
জয়েশ জর্জ, যুগ্ম-সচিব: এই টিমের সবচেয়ে অভিজ্ঞ সদস্য় ইনি। ৫০ বছরের মানুষটা সেই ২০০৫ সাল থেকে ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনে একাধিক দায়িত্ব সামলেছেন তিনি, কখনও সভাপতি, তো কখনও সচিব। এমনকী যুগ্ম-সচিব ও কোষাধক্ষ্য় হিসাবেও পাওয়া গিয়েছে তাঁকে।
মাহিম বর্মা, সহ-সভাপতি: ৪৫ বছরের মহিম সিএইউ-র যুগ্ম-সচিব হিসাবে ১০ বছর দায়িত্বে ছিলেন। গত মাসেও তিনি এই পদে বহাল ছিলেন। সংগঠন বিসিসিআই-এর স্বীকৃতি পাওয়ার পর মহিম সচিব পদে নির্বাচিত হন।