সুপার কুল ড্যাড তিনি। মেয়ের আবদার রাখতে এহেন কোনও কাজ নেই যা তিনি করেন না। তবে সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আপাতত ট্রোলিং করেন একজনই, তাঁর কন্যা সারা। যা অবশ্য বেশ উপভোগই করেন ভারতীয় ক্রিকেটের বিগ বস। ফের একবার ট্রোলড হলেন তিনি। প্রকাশ্য়ে।
বোর্ড সভাপতি হিসেবে ইসিবি-র সঙ্গে আলোচনা সারতে লন্ডনে উড়ে গিয়েছেন তিনি। বিমান থেকেই সৌরভ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে দেখা প্লেন টেক অফ করার আগে সৌরভ সেলফি নিচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা, "অন্য এক গন্তব্য!"
সেই ছবিতেই এবার অভিমান, অনুযোগ জানালেন সানা। সেখানেই মজার ভাষায় সানা কমেন্টে লিখলেন, "সেই জায়গা যেখানে তুমি আমাকে ছাড়া যেতে ভালবাসো।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/comment.jpg)
সৌরভকে সানার ট্রোলিংয়ের কাণ্ড অবশ্য এই প্রথমবার নয়। গোলাপি বলে ভারত বনাম বাংলাদেশের সফলভাবে ইডেনে টেস্ট আয়োজন করার পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন সৌরভ। সেখানেই মজার কথপোকথনে জড়িয়ে পড়েছিলেল কন্যা সারা গঙ্গোপাধ্যায়। সৌরভের ইনস্টাগ্রামে পোস্টে ছিল দিন-রাতের টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেই ছবিতে সৌরভকে দেখা গিয়েছিল সিরিয়াস লুকে!
এতেই মজা করে কন্যা সানা লিখেছিল, “কী পছন্দ হচ্ছে না?” সৌরভের অতি গম্ভীর লুকস দেখেই সারার এমন মন্তব্য। তবে সৌরভ বরাবরের মতো সরসভাবে জবাব দিয়েছিলেন, “তুমি অবাধ্য হয়ে পড়ছ, তাই।”
বাবা-কে অবশ্য এত সহজে ছাড় দিতে রাজি হয়নি সানা। পালটা সৌরভের কমেন্টে সে লেখে, কীভাবে অবাধ্য হতে হয়, তা সৌরভের কাছ থেকে শিখছে। “তোমার কাছ থেকে শিখছি”, বলছে সানা। সৌরভ মাঠে তরুণ ক্রিকেটার তুলে আনার বিষয়ে সিদ্ধহস্ত। খেলার জগতের বাইরে তিনি একজন দায়িত্বশীল পিতাও। সানার সঙ্গে সৌরভের এই খুনসুটি, সেটারই প্রমাণ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla