Advertisment

Sourav Ganguly-Virat Kohli: এই দু-জনই ওপেন করুন বিশ্বকাপে! একাধিক তারকার হৃদয় ভেঙে মনের ইচ্ছা জানালেন সৌরভ

Sourav Ganguly backs Rishabh Pant: গাঙ্গুলি জানান, ধোনির খেলা দেখেই স্পষ্ট বোঝা যায় যে টি-২০ ফরম্যাট শুধুমাত্র কমবয়সিদের ক্রিকেট নয়। তিনি বলেন, 'আপনি কতটা ভালো পারফরম্যান্স করছেন, তার ওপরই সবকিছু নির্ভর করছে।'

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, Team India

Sourav Ganguly-Team India: ভারতীয় দলের ব্যাটিং অর্ডার বেশ শক্তিশালী, তাই শুরু থেকেই চালিয়ে খেলা উচিত বলেই জানিয়েছেন সৌরভ। (ছবি- টুইটার)

Sourav Ganguly on Team India in t20 World Cup: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, ট্র্যাভিস হেডের মত বিরাট কোহলিরও শুরু থেকেই চালিয়ে খেলার ক্ষমতা আছে। আর, সেই কারণে আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দাবিদার কোহলিকে অবশ্যই টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করানো উচিত। গাঙ্গুলির কথায়, 'বিরাট ৪০ বলে সেঞ্চুরি করার ক্ষমতা রাখে। আমার ব্যক্তিগত মত, রোহিত এবং বিরাটেরই টি-২০ বিশ্বকাপে ওপেন করা উচিত।'

Advertisment

সৌরভ জানান, টি-২০ ক্রিকেটে ভয়ডর না করে খেলার দরকার হয়। তাই বিরাটের প্রথম বল থেকেই চালিয়ে খেলা উচিত। আর, এতে ব্যাটিং অর্ডারে বিরাট কিছু রদবদলও করতে হবে না। কোহলির প্রতিভার ওপর আস্থা রেখে সৌরভ জানান, ৫০ ওভারের বিশ্বকাপে বিরাট কীভাবে ব্যাট করেছে, সবাই দেখেছে। কোহলির ব্যাটিংয়ের জন্যই ভারতের ফল ভালো হয়েছে। প্রথম ৭-৮ ওভারেই প্রতিপক্ষের ওপর বিরাট চাপ তৈরি করেছিল কোহলিরা। এতে মিডল অর্ডারের সুবিধা হয়েছে। টি-২০ বিশ্বকাপেও তেমনটাই করা উচিত বলেই সৌরভ জানিয়েছেন।

সৌরভ বলেন, 'বর্তমানে ভারতের জন্য টি-২০ বিশ্বকাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভয়ডর না করে খেলতে হবে। আমি গত টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় রাহুল দ্রাবিড়কে এটাই বলেছিলাম। ভারতের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। চালিয়ে খেলতে গিয়ে উইকেট হারালেও বিরাট কোনও ক্ষতি হবে না। আর, সেই জন্যই শুরু থেকে চালিয়ে খেলতে হবে।'

Virat and Rohit
বেঙ্গালুরুতে ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বাঁদিকে এবং বিরাট কোহলি উইকেটের মধ্যে দৌড়াচ্ছেন। (এপি)

সৌরভ এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর। তিনি পরামর্শ দিয়েছেন, ঋষভ পন্থকে টি-২০ ক্রিকে আরও ভালো করতে খেলতে হলে নিজেকে বদলাতে হবে। সৌরভের কথায়, 'হাত খুলে খেল। চার মারো। ছয় মারো। বিনা ভয়ে খেলাটা জরুরি। ট্র্যাভিস হেডকে দেখছ তো? প্রথম বল থেকেই পেটায়। আমরা সবাই জানি যে পন্থ ছক্কা মারতে পারে।' সৌরভ জানান, তাঁর ধারণা ঋষভ পন্থ ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে থাকবেন। কারণ, পন্থ ভারতের সেরা খেলোয়াড়দের অন্যতম। তবে, পন্থকে ব্যাটিং অর্ডারে কোথায় নামানো হবে, সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।

Orange Cap Rishabh Pant
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজন ১৭ (আইপিএল ২০২৪)-এর ১৬তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ (অধিনায়ক)। (আইপিএলের জন্য রন গান্ট / স্পোর্টজপিক্সের ছবি)

কেএল রাহুল সম্পর্কে গাঙ্গুলি বলেছেন, গত ম্যাচে সিএসকের বিরুদ্ধে কেএল রাহুল যেভাবে ব্যাটিং করেছেন তাতে তিনি মুগ্ধ। সমস্ত ভারতীয় ব্যাটসম্যানই বিগ-হিটার। তাঁদের শুধু টি-২০ ক্রিকেট খেলার কায়দা শিখতে হবে। গাঙ্গুলি বলেন, 'রাহুল পুরো ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলেছে। টি-২০ ক্রিকেটে তো এটাই চাই। বিরাট, রোহিত, ঋষভ, রাহুল, সূর্য, শিবম দুবের মতো খেলোয়াড়দের মধ্যে ছক্কা মারার ক্ষমতা আছে।'

LSG batter KL Rahul plays a shot as Rajasthan Royals keeper Sanju Samson watches during the IPL 2024 T20 match in Jaipur. (PTI Photo)
এলএসজি ব্যাটার কেএল রাহুল জয়পুরে আইপিএল ২০২৪ টি-২০ ম্যাচ চলাকালীন। রাজস্থান রয়্যালস কিপার সঞ্জু স্যামসন শটটা খেলছেন। (পিটিআই ছবি)

গাঙ্গুলি জানান, ধোনির খেলা দেখেই স্পষ্ট বোঝা যায় যে টি-২০ ফরম্যাট শুধুমাত্র কমবয়সিদের ক্রিকেট নয়। তিনি বলেন, 'আপনি কতটা ভালো পারফরম্যান্স করছেন, তার ওপরই সবকিছু নির্ভর করছে। এটা শুধুমাত্র কমবয়সিদের খেলা, এমন কোনও কঠোর নিয়ম এক্ষেত্রে খাটবে না। এমএস ধোনিকেই দেখুন না। দুই ওভার মাত্র ব্যাট করেন। আর, সেখানে চারটি ছক্কা হাঁকান। সেসব দেখার জন্য দর্শকরা রীতিমতো মুখিয়ে থাকেন।'

আরও পড়ুন- কেকেআরের বিধ্বংসী সুপারস্টার নেই টি২০ বিশ্বকাপে! অবসর না ভাঙার সিদ্ধান্তেই মন ভাঙলেন ক্রিকেটবিশ্বের

রোহিতদের সুরে সুর মিলিয়ে আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা করতে নারাজ সৌরভ। তিনি জানান, 'ভালো অলরাউন্ডারদের জায়গা সবসময় আছে। হার্দিক পান্ডিয়া, রশিদ, গ্লেন ম্যাক্সওয়েল, নীতীশ রেড্ডিরা খেলছেন। তাঁরা কোনও না কোনওভাবে দলের জন্য অবদানও রাখছেন।' তাই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম অলরাউন্ডারদের জায়গা শেষ করে দিয়েছে, এটা মানতে নারাজ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

Virat Kohli Sourav Ganguly Rohit Sharma T20 T20 World Cup
Advertisment