scorecardresearch

স্ত্রী ডোনা কোথায়, প্রধানমন্ত্রী হাসিনার কাছে ধমক খেলেন সৌরভ

বাংলাদেশে গিয়ে বড় মন্তব্য সৌরভের

স্ত্রী ডোনা কোথায়, প্রধানমন্ত্রী হাসিনার কাছে ধমক খেলেন সৌরভ

রবিউল ইসলাম বিদ্যুৎ, ঢাকা

বাংলাদেশে এসে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যখনই কথা বলছেন এই দেশ নিয়ে তার কন্ঠে যেন শুধুই মুগ্ধতা। শুক্রবার সকালে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (বিসিবি) নাজমুল হাসান পাপন।

জানা যায়, সৌরভকে একা দেখে প্রধানমন্ত্রী নাকি ডোনার কথা জিজ্ঞেস করেন। সৌরভ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে আগের দিনই কোভিড টেস্ট করিয়েছিলেন। কিন্তু ডোনা সেটি করেননি। সে কারণে ডোনাকে ছাড়াই সৌরভ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

পরে সংবাদমাধ্যমকে সৌরভ বলছিলেন, “ডোনা যায়নি আসলে ডোনার কোভিড টেস্ট করেনি। আমি ওঁর (প্রধানমন্ত্রী) কাছে যাওয়ার জন্য গতকাল (২৪ ফেব্রুয়ারি) কোভিড টেস্ট করিয়েছিলাম। উনি বললো রাপিড টেস্ট করে এক্ষুনি নিয়ে আসতে। এগুলোই মানুষের মনে থাকে। এত বড় মানুষ…এত ব্যস্ত মানুষ…এত হাইপ্রেসার লাইফ, সেখানে থেকেও এই ছোট্ট ছোট্ট জিনিস যে এত আনন্দ দেয় আর ছোট্ট ছোট্ট জিনিস যে উনি মনে রাখেন সেজন্যই আসলে মানুষ এত বড় জায়গায় পৌঁছয়।”

প্রধানমন্ত্রী সৌরভকে কতটা ভালোবাসেন সেটি বোঝা গিয়েছিল ২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে যখন গোলাপি বলের টেস্ট হয়েছিল। ভারতের মাটিতে প্রথমবার সেই টেস্ট খেলতে নেমেছিল স্বাগতিক ভারত ও বাংলাদেশ। সৌরভের একটা ফোনকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন কলকাতায়। সৌরভকে অসম্ভব পছন্দ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একইভাবে সৌরভও শেখ হাসিনায় মুগ্ধ।

কলকাতার মহারাজার কথাতেই তা স্পষ্ট, “আজ সকালে ঘুম থেকে উঠে আমার ফেভারিট মানুষ আপনাদের প্রধানমন্ত্রী, ওঁর সঙ্গে দেখা করে এলাম। এমনি কোনও কাজ নেই, শুধু দেখা করার জন্যই। ওঁর দেশে আসা, আর এখন এখানে, একটু টায়ার্ড, আবার বিকেল বেলা ফ্লাইট। অসাধারণ মানুষ উনি।”

প্রধানমন্ত্রী খেলা পাগল মানুষ! আর সৌরভ যখন উপস্থিত ক্রিকেট নিয়ে কথা তো হবেই। বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট বলছিলেন, “এমনি সমস্ত কথা…ক্রিকেট একটু হলেও…বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে খেলবে। আমার সাথে পাপন ভাইও ছিলেন। ওঁর (প্রধানমন্ত্রী) সবচেয়ে ভালো বিষয় হল উনি এত ব্যস্ত, এত ওঁর স্ট্রেসফুল লাইফ, সারা বাংলাদেশের মানুষ যাতে কীভাবে ভালো থাকে সেটা দেখেন, খেলাধূলায় খুব উনার খুব উৎসাহ। আমাকে বলছিলেন যে, উনি এদেশে বড় বড় মাঠকে বিল্ডিং সোসাইটিতে কনভার্ট হতে বারণ করেছেন যাতে ছেলেরা খেলতে পারে, মেয়েরা খেলতে পারে।”

ওয়ানডেতে বাংলাদেশ দল বরাবরই ভালো খেলে। এ বছরই ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। সৌরভ মনে করছেন নক আউট পর্বে পৌঁছে যেতে পারেন সাকিব-তামিমরা। তিনি বলেন, “আমার প্রত্যাশা অনেক। কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পযন্ত আশা করি। একটু যদি ভাগ্য থাকে আর ভালো ফর্ম থাকে, বিশেষ করে স্পিনার ও ফাস্ট বোলারদের যদি ভালো ফর্ম থাকে তাহলে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল পযন্ত যেতে পারে।”

ওয়ানডেতে ভালো করলেও বাংলাদেশ টি-টোয়েন্টিতে এখনও ধুঁকছে। বড় বড় শট খেলার মতো ব্যাটার নেই, যারা মুহূর্তে খেলার রং বদলে দিতে পারেন। সৌরভ বলে গেলেন, “টি-টোয়েন্টিতে একটু ভালো করতে হবে, একটু পাওয়ার হিটিং দরকার। পাওয়ার হিটিং মানে হেভি হিটিং যেমন হার্দিক পাণ্ডিয়, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব বা ইংল্যান্ডের (জস) বাটলার, অস্ট্রেলিয়ার (গ্লেন) ম্যাক্সওয়েল, (ট্রাভিস) হেড, ক্যামেরন গ্রিন…পাওয়ার হিটিংটা একটু দরকার টি-টোয়েন্টিতে। আশা করি এখানে যারা কোচ আছে…হাথুরুসিংহে মনে হয় নতুন কোচ হয়ে এসেছেন। হয়তো একটু সময় লাগবে। টি-টোয়েন্টি এখন অনেক গুরুত্বপূর্ণ সংস্করণ। (বাংলাদেশে) প্রতিভা অনেক, পাওয়ার হিটিংটা একটু দরকার।”

এবারের আইপিএলে একসঙ্গে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলবেন। কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান ও লিটন দাস এবং দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসে আবার ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ। দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের কাটার মাষ্টার মোস্তাফিজুরকে আগে থেকেই ধরে রেখেছে। সৌরভ বললেন, “মোস্তাফিজুর আমাদের। আগে তো সাকিব বহুবার কেকেআরে খেলেছে। সাকিব আইপিএল উইনিং টিমে ছিল। মোস্তাফিজুরও মনে হয় উইনিং টিমে থেকেছে সানরাইজার্সের হয়ে। সেটাই বলি, তোমাদের এখানে এত প্রতিভা, তারা যখন অন্য দেশে যায়, অন্য দলে খেলে, সেখানেও পারফরম্যান্স করে।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Sourav ganguly wife dona bangladesh visit bcb sheikh hasina