/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/sourav-mamata.jpg)
Sourav Ganguly, Mamata Banarjee, RG Kar Rape Murder: আরজি কর কাণ্ডে মুখ খুলে সোশ্যাল মিডিয়ায় বয়কটের মুখে সৌরভ গঙ্গোপাধ্যায় (টুইটার)
Sourav Ganguly's DP turns black: নক্কারজনক ধর্ষণের প্রতিবাদে ডিজিটাল মাধ্যমে নিজেদের ডিসপ্লে পিকচার কালো করে দেওয়ার ট্রেন্ড চালু হয়েছে। সেই প্রতিবাদে এবার শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল কালো করে দিলেন মহারাজ। ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শামিল হলেন তিনি।
আরজি করের পাশবিক নারকীয় ধর্ষণ নিয়ে যখন গোটা দেশ ফুঁসছে, তেমন আবহে পশ্চিমবঙ্গকে 'নিরাপদ' দাগিয়ে গোটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দিয়েছিলেন এর আগে সৌরভ। দোষীর কঠোরতম শাস্তিতে সরব হলেও সৌরভের বিরুদ্ধে উঠে গিয়েছিল অসংবেদনশীল হওয়ার অভিযোগ। এমন একটা স্পর্শকাতর ইস্যুতে সৌরভ মুখ খুলে কার্যত নাগরিক সমাজকে চটিয়ে দিয়েছেন সাম্প্রতিক সময়ে।
#NewProfilePicpic.twitter.com/WiHJwDf6z1
— Sourav Ganguly (@SGanguly99) August 19, 2024
যা বলেছিলেন সৌরভ
What a fall for @SGanguly99 !!!
Sourav Ganguly calls #rgkarincident , "a stray incident"
Saddened and shocked to see the brave man who removed his jersey on the Lords balcony & taught the Indian team to fight, lose his own spine ! pic.twitter.com/vSMB3RkAKx— Sameer (@BesuraTaansane) August 17, 2024
"এটা ভীষণ ভুল। এটা ঠিক নয়। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সিসিটিভি লাগাতে হবে। তবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্য হোক। বেশ ভালো শহরে, ভালো রাজ্যে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়। তবে কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল, রাস্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে।"
আরও পড়ুন: ময়দানের বিখ্যাত ক্লাবের প্রেসিডেন্ট হলেন সৌরভ! নতুন স্ট্র্যাটেজি নিয়ে সরগরম বাংলার ক্রিকেট
পাল্টা ক্ষোভের মুখে পড়েন সৌরভ
এমন মন্তব্য করার পরেই সৌরভের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন একের এক এক পরিচিত মুখ। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার রাতে দখলের মিছিলে পা মেলানোর ফাঁকে এক প্রচারমাধ্যমে তিনি বলেছেন, "সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।"
দাদাগিরি বয়কটের ডাক
সৌরভের বিরুদ্ধে শ্রীলেখা মুখ খোলার পর লাগাম ছাড়া আক্রমণ ভেসে এসেছে দেশকে একসময় বিশ্বকাপের ফাইনালে তোলার বাঙালি নায়কের। অনেকেই সৌরভকে এই মুহূর্তে বাংলার আইকন মানতে নারাজ। অনেকেই কটাক্ষের ছলে বলে দিয়েছেন, গ্রেগ চ্যাপেল ঠিক-ই চিনেছিলেন স্বার্থপর সৌরভকে। রাজ্য সরকারের সঙ্গে দহরম-মহরমের জেরেই সৌরভ এমনভাবে গোটা ইস্যুকে লঘু করতে চাইছেন, এমন অভিযোগ চলে এসেছে।
শ্রীলেখার জ্বালাময়ী ভাইরাল বক্তব্যের পর একধাপ এগিয়ে বড় ঘোষণা করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখে দিয়েছেন, "আমি কোনোদিন দাদাগিরি তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাবনা। Accidentally যাব না সেটা নয়। নিজের ইচ্ছে তেই যাব না। RAPE and MURDER is not ACCIDENT. It is definitely NOT A STRAY INCIDENT EITHER. আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়।
কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ - রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে/ করে । জেনে বুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।
Our BELOVED ICON - I wish you didn’t belittle this act of violence. I wish."
নিজের বক্তব্য নিয়ে সাফাই দেন সৌরভ
সবমিলিয়ে সৌরভের কাছে হাজির হয়েছে অস্থির এক মুহূর্ত। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন তিনি। বিতর্কের মুখে দাঁড়িয়ে বেহালার বাঁ হাতি শনিবারক সংবাদমাধ্যমে বলেছেন, কীভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে জানি না। তবে এটা ভয়াবহ ঘটনা। আমি চাই দোষীদের কড়া শাস্তি হোক যাতে ভবিষ্যতে এমন কাজ মাথাতেই না আসে। শাস্তি কঠোরতম হওয়া দরকার।”
গোটা রাজ্য তো বটেই দেশজুড়ে চিকিৎসকদের একাধিক সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। তাতে আবার ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। সৌরভ এই বিষয়ে বলেছেন, “প্রতিবাদ সব কিছুই ঠিক আছে। কিন্তু মানুষের চিকিৎসা পরিষেবাও তো প্রয়োজন। আপদকালীন ক্ষেত্রে চিকিৎসক মহল মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”