কমনওয়েলথ গেমসে ভারতের পদক হয় অব্যাহত এবারেও। ষষ্ঠ দিনেও বাংলার ঘরে এল পদক। সৌরভ ঘোষাল বাংলাকে এনে দিলেন দ্বিতীয় পদক। অচিন্ত্য শিউলির ভারোত্তোলনের সোনা জেতার পরে বাংলার কোনও এথলিট এবার পদক জিতেছেন স্কোয়াশে।
এই প্ৰথমবার অবশ্য কমনওয়েলথে স্কোয়াশে পদক জিতলেন না তিনি। ২০১৮-র কমনওয়েলথ গেমসেও রুপো জিতেছিলেন তিনি।
ঘটনাচক্রে, ২০১৮-য় ব্রোঞ্জজয়ী তারকা পদক জেতার পথে হারালেন ২০১৮-র কমনওয়েলথ চ্যাম্পিয়নকে। কোর্টে জয়ের পর তাঁকে দেখা গেল আবেগে ভেসে যেতে। স্ত্রীকে আলিঙ্গন করে বসলেন কাঁদতে কাঁদতে। যে কান্না তৃপ্তির। পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সাক্ষাৎ নেই। নিভৃতে অনুশীলন চালিয়ে গিয়েছেন। সৌরভকে চিয়ার করার জন্য স্ট্যান্ডে ছিলেন স্ত্রী।
ভারতের স্কোয়াশে সেরার সেরা তারকা সৌরভ ঘোষাল ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে হারালেন ১১-৬, ১১-১, ১১-৪ ফলাফলে। মঙ্গলবার সেমিফাইনালে যদিও সৌরভকে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের পল কোলের কাছে। বিশ্বের ক্রমপর্যায়ে ১৫ নম্বরে থাকা সৌরভকে পল কোল হারিয়েছিলেন ৩-০ ব্যবধানে (১১-৯, ১১-৪, ১১-১)।