দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন। অবসর নেওয়ার পরে ঘরোয়া ক্রিকেটে টাইটান্সের কোচ হতে চলেছেন তিনি।
প্রোটিয়াজ তারকা অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করেন। “সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। যাঁরা আমার ক্রিকেটীয় যাত্রাপথে বড় ছোট অবদান রেখেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। গোটা জার্নিটা ভীষণ মজার ছিল। টাইটান্সের কোচ হতে পেরে ভাল লাগছে।”
আরও পড়ুন: ভিভোর জায়গায় চলতি বছর থেকেই আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে টাটা
ডান হাতি পেসার ছিলেন। সেই সঙ্গে ঝোড়ো ব্যাটিংও করতে পারতেন। ২০১৬-য় টেস্ট অভিষেক ঘটে তাঁর। মাত্র ৪টে টেস্টেই জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে তাঁর। ১৭২ রান করার পাশাপাশি ১২ উইকেটও নিয়েছেন। এছাড়াও ৪২টি একদিনের ম্যাচ, ২৩টি টি২০ খেলেছেন। নিয়েছেন যথাক্রমে ৪৮ এবং ৩৪ উইকেট। ব্যাট হাতে ক্রিস মরিস একদিনের ক্রিকেটে ৪৬৭ রান করেছেন। টি২০-তে করেছেন ১৩৩ রান।
আইপিএলে ক্রিস মরিস খেলেছেন রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, আরসিবি এবং সিএসকের হয়ে। ২০১৩-য় চেন্নাই সুপার কিংস ৩.৩২ কোটি টাকায় মরিসকে কিনেছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন