Advertisment

Colin Munro retirement: জায়গা হল না বিশ্বকাপের দলে! অভিমানে অবসরের সিদ্ধান্ত কেকেআরে খেলে যাওয়া সুপারস্টারের

New Zealand star announces retirement: ২০১২ সালে নিজের জন্মদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০-তে আত্মপ্রকাশ। তারপর ১২২ টি সীমিত ওভারের ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। একটাই মাত্র টেস্ট খেলেছিলেন। সেটাও প্রোটিয়াজদের বিরুদ্ধে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL Match Today: KKR will take on PBKS at Eden Gardens

KKR বনাম PBKS IPL 2024: KKR ইডেন গার্ডেনে PBKS-এর মুখোমুখি হয়েছে (টুইটার)

New Zealand cricketer retirement: নিউজিল্যান্ডের বিশ্বকাপগামী জাতীয় দলে জায়গা হয়নি। তাই শেষমেষ অবসরের পথে হাঁটলেন দক্ষিণ আফ্রিকান জাত কিউই ব্যাটার কলিন মুনরো। ৩৭ বছরের কিউই তারকা আন্তর্জাতিক কেরিয়ারের শেষ টি২০ ম্যাচ খেলেছিলেন ভারতের বিপক্ষে। ২০২০-র সেই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি তারকাকে। ভারতের সেই ম্যাচ-ই তাঁর ফেয়ারওয়েল ম্যাচ হয়ে থাকল।

Advertisment

মুনরো অবসরের পর বলেছেন, "বহুদিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা স্বত্ত্বেও আশা ছিল ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্সের ভিত্তিতে আমাকে ডেকে নেওয়া হবে।"

২০১২ সালে নিজের জন্মদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০-তে আত্মপ্রকাশ। তারপর ১২২ টি সীমিত ওভারের ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। একটাই মাত্র টেস্ট খেলেছিলেন। সেটাও প্রোটিয়াজদের বিরুদ্ধে।

বহু কীর্তির নজির গড়েছেন। ২০১৮-য় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মাউনগুইয়ে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। সেই সময় সেটিই ছিল কোনও নিউজিল্যান্ডের ব্যাটারের করা দ্রুততম টি২০ সেঞ্চুরি। নিউজিল্যান্ডের হয়ে প্ৰথম তিনটে আন্তর্জাতিক টি২০ সেঞ্চুরির নজিরও তাঁর। ২০১৬-য় শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরি করেন অকল্যান্ডের ইডেন পার্কে। এখনও কিউইদের মধ্যে যা টি২০-তে দ্রুততম হাফসেঞ্চুরি।

২০১৯-এ কলিন মুনরো নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ফাইনালে তোলার অন্যতম নায়ক।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মুনরো বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ চালিয়ে যাবেন। আইপিএলে বেশি অংশ নেননি। ২০১৬-য় প্ৰথমবার আইপিএল খেলেন কেকেআরের জার্সিতে। ২০১৮/১৯ সিজনে তাঁকে দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের হয়ে। এছাড়াও বিগ ব্যাশে ব্রিসবেন হিট, পারথ স্করচার্স, সিডনি সিকসার্স-এর হয়ে খেলেছেন। পিএসএল, হান্ড্রেড-এর মত ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশ নিয়েছেন।

New Zealand Cricket News T20 T20 World Cup New Zealand Cricket Team
Advertisment