সপ্তাহের শুরুতেই ক্রিকেট দুনিয়ায় খারাপ খবর। মারাত্মক গাড়ি দুর্ঘটনায় মৃত দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এলরেইসা থেউনেসেন ফৌরি। দুর্ঘটনায় তাঁর সন্তানও মারা গিয়েছে। মহিলা ক্রিকেটার হিসেবে এলরেইসা বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত নাম। ২০১৩ সালে জাতীয় দলের জার্সিতে ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ২৫ বছরের এলরেইসা। নিজের গাড়িতে করে যাওয়ার পথেই মুখোমুখি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন ধোনি কিংবদন্তি, তবে আমার কীর্তি ছুঁয়ে দেখাক কেউ, শহরে বসেই চ্যালেঞ্জ মেরির
জাতীয় দলের জার্সিতে তিনটে একদিনে ম্যাচে খেলেছেন তিনি। পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটেও খেলতেন। ২০১৩ সালে শেষবার বাংলাদেশের বিরুদ্ধেই ঘরের মাঠে ক্রিকেট খেলেছিলেন তিনি। জাতীয় দল থেকে মাঝে বাদ পড়লেও ক্রিকেট থেকে মোটেই দূরে ছিলেন না এলরেইসা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট খেলতেন নর্থ ওয়েস্ট ড্রাগন্সের হয়ে। দেশের তৃণমূল স্তরে ক্রিকেটের উন্নতিতেও সক্রিয়ভাবে জড়িত এলরেইসা। সেই সঙ্গে স্থানীয় এক ক্রিকেট ক্লাবে কোচিংও করতেন।
#CSAnews CSA shocked by tragic passing of Elriesa Theunissen-Fourie https://t.co/TiMQMFroCf #RIPElriesa pic.twitter.com/n0yRIs5uJR
— Cricket South Africa (@OfficialCSA) April 6, 2019
ট্র্যাজিক ঘটনার প্রতিক্রিয়ায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী আধিকারিক থাবাং মোরি জানিয়েছেন, “প্রকৃত অর্থেই এটা ভয়ঙ্কর দুর্ঘটনা। এটা আমাদের প্রত্যেকের কাছে খারাপ খবর। ক্রিকেটার হিসেবে ও তৃণমূল স্তরের উন্নতিতে এলরেইসা যেভাবে কাজ করেছেন, তাতে সকলেই ওঁকে মনে রাখবে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এলরেইসার স্বামী রুডি, পরিবার-পরিজন, এবং ক্রিকেটীয় সতীর্থদের সমবেদনা জানাচ্ছি। ”
Cricket;! Former SA all rounder Elriesa Theunissen Fourie died in a road accident on Friday. What a tragedy. RIP pic.twitter.com/vS573oXtoN
— Ayebazibwe-Makorogo (@AMakorogo) April 8, 2019
দক্ষিণ আফ্রিকার মহিলা জাতীয় দলের বর্তমান অধিনায়ক ডেন ভ্যান নিকার্ক বলেছেন, “শান্তিতে বিশ্রাম নাও এলরেইসা। ঈশ্বর যেন কঠিন সময়ে ওঁর পরিবার ও বন্ধু-বান্ধবদের পাশে দাঁড়ান।” সবমিলিয়ে শোকের ছায়ার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে।