Advertisment

Team India bowling coach: ভেঙে যাচ্ছে বোর্ডের অবিদেশি-কোচিং নীতি! পাকিস্তানের প্রাক্তন কোচ-ই হয়ত গম্ভীরের সাপোর্ট স্টাফ

Pakistan ex bowling coach Morne Morkel: ভেঙে যাচ্ছে বোর্ডের অবিদেশী-কোচিং নীতি! পাকিস্তানের প্রাক্তন কোচ-ই হয়ত গম্ভীরের সাপোর্ট স্টাফ

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, BCCI, Team India head coach

Gambhir as head coach: জয় শাহ ও গৌতম গম্ভীর। (টুইটার)

Morne Morkel as Team India bowling coach: আগামী মাসে টিম ইন্ডিয়াতে বোলিং কোচ হিসেবে যোগ দিতে চলেছেন দক্ষিণ আফ্রিকান গ্রেট মর্নি মর্কেল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। গত মাসেই টি২০ বিশ্বকাপের পর প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেই বোলিং কোচ পরস মামব্রেও সরে গিয়েছেন। তার পর থেকেই ভারতের পরবর্তী বোলিং কোচ নিয়ে গুরুত্বপূর্ণ জল্পনা-কল্পনা অব্যাহত। নতুন হেড কোচ গৌতম গম্ভীর চেয়েছিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার মর্নি মর্কেল ভারতীয় দলের সঙ্গে যোগ দিন। তা নিয়ে টানাপোড়েন শেষে আগামী মাসে মর্নি মর্কেলই ভারতীয় ড্রেসিংরুমে যোগ দিতে চলেছেন। এমনটাই সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে। সূচি অনুযায়ী, আগামী মাসে ভারত দুই টেস্টের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে।

Advertisment

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের মাধ্যমে ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের কর্মজীবন শুরু হয়েছে। এর আগে খবর রটেছিল যে মর্কেল শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় শিবিরে যোগ দেবেন। কিন্তু, প্রোটিয়া গ্রেট তাঁর বাবার স্বাস্থ্যের জন্য দক্ষিণ আফ্রিকার বাড়িতে ফিরে যান। যার ফলে, তিনি আর শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেননি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

শ্রীলঙ্কায়, সাইরাজ বাহুতুলে বর্তমানে বোলিং কোচ হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অংশ। শ্রীলঙ্কার স্পিন-বান্ধব পিচের কথা ভেবে অস্থায়ীভাবে বাহুতুলেকে বোলিং কোচ করা হয়েছে। কিন্তু, মর্কেলের সম্ভাব্য আগমনের পর বাহুতুলে আর ভারতীয় দলের সঙ্গে থাকবেন কি না, তা স্পষ্ট নয়। তবে, স্পিন বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিশেষ দক্ষতা নেই। সেই জন্য দলের সঙ্গে বাহুতুলেকে রাখাও হতে পারে। চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের পাঁচটি টেস্ট হবে ঘরের মাঠে। সেই কারণেও টিম ম্যানেজমেন্ট বাহুতুলেকে দলের সঙ্গে রাখতে চাইবে কি না, তা-ও দেখার।

আরও পড়ুন- জাহিরকে বোলিং কোচ চাইছেন না! পাকিস্তানের প্রাক্তন কোচকে নেওয়ার জন্য বোর্ডকে ‘চাপ’ গম্ভীরের

এই পরিস্থিতিতে বাহুতুলে তাঁর পদে বহাল থাকলে, জাতীয় দলের কোচিং স্টাফ বেশ বড়ই হবে। সেক্ষেত্রে প্রধান কোচ থাকবেন গৌতম গম্ভীর। দুই সহকারি কোচ হিসেবে থাকবেন অভিষেক নায়ার ও রায়ান টেন ডয়েশেট, বোলিং কোচ মর্নি মর্কেল, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্পিন বোলিং কোচ বাহুতুলে। সব মিলিয়ে মোট ছয় জন কোচ থাকবেন জাতীয় দলে। মর্কেল গত বছর একদিনের বিশ্বকাপের সময় পাকিস্তান পুরুষ দলের ফাস্ট বোলিং কোচ ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ সংস্করণে তিনি লখনউ সুপার জায়ান্টসের হয়ে কাজ করেছেন।

প্রধান কোচ গম্ভীরের পারফরম্যান্স আপাতত ভালো। নতুন কোচের অধীনে ভারত বেশ সাফল্যের সঙ্গেই দৌড় শুরু করেছে। যাকে সঙ্গত করে যাচ্ছেন নবনিযুক্ত টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। নতুন এই জুটির নেতৃত্বে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-০ তে ইতিমধ্যেই এগিয়ে। তারমধ্যে রবিবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি২০ ম্যাচে ভারত প্রতিপক্ষকে রীতিমতো হেলাফেলা করে হারিয়েছে। মাত্র ৬.৩ ওভারে ৭৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় ছিনিয়ে নিতে সূর্যকুমার যাদবদের দেরি হয়নি।

Team India BCCI Gautam Gambhir Pakistan Cricket Team Indian Cricket Team
Advertisment