Advertisment

মুখোমুখি পিষল গাড়ি! বিশ্বকাপ ফাইনালের বিতর্কিত আম্পায়ারের মৃত্যুতে ছিন্নভিন্ন ক্রিকেট বিশ্ব

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন বিখ্যাত আম্পায়ার রুডি কোয়ার্টজেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ক্রিকেট বিশ্বে হঠাৎই চরম দুঃসংবাদ। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ঘটল বিখ্যাত আন্তর্জাতিক আম্পায়ার রুডি কোয়ার্টজেনের। মঙ্গলবারই রিভার্সডেলে মুখোমুখি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় তারকা আম্পায়ারের।

Advertisment

৭৩ বছরের কোয়ার্টজেন কেপটাউনে সপ্তাহান্তে গলফ খেলে ফিরছিলেন। সেই সময়েই দুর্ঘটনার শিকার হন তিনি। তাঁর পুত্র জুনিয়র রুডি কোয়ার্টজেন জানিয়েছেন, "কয়েকজন বন্ধুর সঙ্গে কেপটাউনে গলফ টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন উনি। সোমবার সকলের ফিরে আসার কথা ছিল। এখন মনে হচ্ছে ওঁরা হয়ত আরও এক রাউন্ড গলফ খেলতে চলে গেলেন।"

আরও পড়ুন: সোনার ছেলে অচিন্ত্য ‘চিনতেই পারছেন’ না গুরু অষ্টমকে! অভিমানে ঘরবন্দি দেউলপুরের মহাগুরু

ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা আম্পায়ার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন কোয়ার্টজেন। ২০৯টি ওয়ানডেতে যেমন আম্পায়ারিং করেছেন, তেমন বিশ্বে মাত্র তিন আম্পায়ারের মধ্যে তিনি অন্যতম যিনি ১০০-র বেশি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। কিংবদন্তি ডেভিড শেফার্ডের রেকর্ডসংখ্যক ১৭২তম ম্যাচ পেরিয়ে গিয়েছিলেন ২০০৭-এ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরিচালনা করে।

টেস্টে আম্পায়ারিং করেছেন মোট ১০৮টি ম্যাচে। স্টিভ বাকনরের পরে এত বেশি টেস্টে কেউ আম্পায়ারিং করেননি। শেষবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দেখা গিয়েছিল ২০১০-এ ৯ জুন জিম্বাবোয়ে বনাম শ্রীলঙ্কা হারারে ওয়ানডেতে। শেষ টেস্ট ম্যাচ পরিচালনা করেন জুলাইয়ের ২১-২৪ এ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া লিডস টেস্টে।

রংবাহারি কেরিয়ারে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ফাইনালে অন্ধকার হয়ে যাওয়া সত্ত্বেও খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। তারপরে ২০০৭ টি২০ বিশ্বকাপে আইসিসি তাঁকে আর দায়িত্ব দেয়নি।

cricket Cricket News
Advertisment