ওয়ানডে ক্রিকেটের দুনিয়া থেকে সরে দাঁড়াচ্ছেন সাউথ আফ্রিকান উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের পর থেকে অবসর নেবেন প্রোটিয়াজ তারকা। জাতীয় দলের তারকার আসন্ন অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট সংস্থা, "কুইন্টন ডিকক অবসর নিতে চলেছেন ভারতের ওয়ানডে বিশ্বকাপের পরে।"
তেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার পরেই ডিকক অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেন। অক্টোবরের ৫ থেকে নভেম্বরের ১৯ পর্যন্ত বিশ্বকাপ চলবে।
বছর দুয়েক আগেই বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে ৩০ বছরের ডিকক টেস্ট থেকে অবসরের ঘোষণা করেন। জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি।
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল ডিকক। তারকার অনুপস্থিতিতে প্রোটিয়াজরা ০-৩'এ হেরে গিয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে দুই দলের। সেই সিরিজে নামতে পারেন তিনি।
সবমিলিয়ে ৫৪ টেস্ট খেলে ডিকক ৩৩০০ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ১৪১ নট আউট। এছাড়াও দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪০টি ওয়ানডে এবং ৮০টি টি২০ খেলেছেন। দুই ফরম্যাটে তারকার রান সংখ্যা যথাক্রমে ৫৯৬৬ এবং ২২৭৭ রান।