টেস্ট ক্রিকেট টি২০'র দাপটে ব্যাকফুটে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে এই নিয়ে আলোচনা তুঙ্গে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তৃতীয় সারির দল পাঠাচ্ছে প্রোটিয়াজরা। ঘরোয়া টি২০ টুর্নামেন্টে প্ৰথম সারির ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বলে। এই নিয়ে জোরালো সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট।
এই আলোচনা আরও উস্কে দিয়েই এবার অবসর নিয়ে ফেললেন প্রোটিয়াজ তারকা উইকেটকিপার ব্যাটার হেনরিখ ক্ল্যাসেন। কুইন্টন ডিকক অবসরের গ্রহে। ভারত সিরিজের পর বুটজোড়া তুলে রেখেছেন ডিন এলগার-ও। এবার অবসর নিয়ে ফেললেন হেনরিখ ক্ল্যাসেনও। টেস্ট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
বিশ্বকাপে দেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ক্ল্যাসেন। তবে টেস্টে তিনি নিয়মিত ছিলেন না। অবসর নিয়ে তিনি জানিয়েছেন, "কয়েকমাস নিদ্রাহীন রাত কাটানোর পর আমি ভাবছিলাম, ঠিক সিদ্ধান্ত নিতে চলেছি তো? অবশেষে সিদ্ধান্ত নিলাম, লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়াব। এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ, এই ফরম্যাট-ই আমার সবথেকে প্রিয়।"
আরও পড়ুন: ৫ মাস পরেই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ! সেই মাঠেই এখনও চড়ছে গরু, ভ্রূক্ষেপ নেই ICC-র
"মাঠ এবং মাঠের বাইরে যে যুদ্ধের সম্মুখীন হয়েছি, তাতেই আমাকে বর্তমানের ক্রিকেটার হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছে। যাত্রাপথ দুর্ধর্ষ ছিল। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমার ব্যাগি টেস্ট ক্যাপ হল সবথেকে মূল্যবান সম্পদ।"
মাত্র চার বছর আগে ২০১৯-এ টেস্টে অভিষেক ঘটেছিল ক্ল্যাসেনের। অভিষেকের পর মাত্র চার টেস্ট খেলেছেন তিনি। গত ফেব্রুয়ারিতেই কোচ শকরি কনরাড জানান নিয়মিত কিপার-ব্যাটার পল ভারেইনের জায়গায় তিনি ক্ল্যাসেনকে প্ৰথম একাদশে ভাবছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্ল্যাসেন চার ইনিংসে মাত্র ৫৬ করেছিলেন।
কেপটাউনে গত সপ্তাহে হারের পর দক্ষিণ আফ্রিকা চলতি বছরে এখনও সাতটা টেস্ট খেলবে। এর মধ্যে পরের মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটে টেস্ট খেলবে প্রোটিয়াজ বাহিনী। তবে দক্ষিণ আফ্রিকান টি২০ লিগে খেলার জন্য অধিকাংশ তারকাই খেলবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে।