Spain vs Russia Live Score, FIFA World Cup 2018 Live Streaming: বিশ্বকাপে ফের অঘটন ঘটল। গতকাল আর্জেন্টিনা, পর্তুগালের পর, বিশ্বকাপের দৌড় থেকে এবার ছিটকে গেল প্রাক্তন বিশ্বজয়ী স্পেন। নকআউটের আজকের খেলায় কার্যত মিরাক্য়াল ঘটল। টানটান টাইব্রেকারে ৪-৩ গোলে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন মারিয়ো ফার্নান্ডেজরা।
নক-আউট পর্বে আজ ঘরের মাঠে স্বভাবতই বিপুল সমর্থন নিয়ে বল পায়ে খেলতে নেমেছিলেন রুশ ফুটবলাররা। খেলার ১২ মিনিটের মাথায় ইগনাসেভিচের আত্মঘাতী গোলে ১-০-তে এগিয়ে যায় স্পেন। ম্য়াচের ৪১ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল শোধ করেন রাশিয়ার দিজুবা। এরপর টানটান লড়াইয়ে কেউ একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়েনি, যার পরিণাম, নির্ধারিত সময়ে খেলার ফল দাঁড়ায় ১-১ ব্য়বধানে। অতিরিক্ত সময় পার হয়ে গেলেও খেলার ফয়সালা হয়নি। শেষমেশ টাইব্রেকারের সিদ্ধান্ত হয়, আর তাতেই বাজিমাৎ করলেন রুশ ফুটবলাররা। কোকে , আসপাসের শট বাঁচিয়ে ম্য়াচের নায়ক হয়ে গেলেন আকিনফিভ।
Spain vs Russia Score, FIFA World Cup 2018 Score and Updates: Read in English
10.11 PM: টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে রাশিয়া।
10.09 PM: টাইব্রেকারে ৩-২ গোলে এগিয়ে রাশিয়া।
10.01 PM: নাটকীয় মুহূর্তের সামনে দাঁড়িয়ে রাশিয়া-স্পেন ম্য়াচ, অতিরিক্ত সময়েও খেলার ফয়সালা হল না, শেষমেশ টাইব্রেকারের সিদ্ধান্ত।
9.57 PM: রাশিয়া-স্পেন ম্য়াচ এখনও নিষ্ফলা, খেলার ফল ১-১
9.44 PM: অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলার ফলেরও রফা মিলল না, খেলার ফল ১-১
9.27 PM: অতিরিক্ত সময়ের খেলা শুরু, রাশিয়া ১, স্পেন ১
9.22 PM: অতিরিক্ত সময়ে গড়াল রাশিয়া-স্পেন নকআউটের খেলা। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১
9.06 PM: রাশিয়া-স্পেনের ম্য়াচ দেখতে জমজমাট লুজনিকি স্টেডিয়াম।
8.50 PM: রাশিয়া-স্পেন ম্য়াচের টুকরো মুহূর্ত
8.41 PM: বিশ্বকাপে রাশিয়া ও স্পেনের কিছু অজানা তথ্য়
8.25 PM: লুজনিকি স্টেডিয়ামের বাইরে উন্মাদনা
8.10 PM: পেনাল্টিতে বাজিমাত রুশদের। খেলার ফল ১-১, ৪১ মিনিটের মাথায় গোল রাশিয়ার দিজুবার।
8.02 PM: আক্রমণাত্মক রামোস!
7.42 PM: ইগনাসেভিচের আত্মঘাতী গোল! ১২ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে গেল স্পেন।
7.36 PM: স্টেডিয়ামে আসার মুহূর্ত
7.30 PM: বিশ্বকাপে রাশিয়া-স্পেন ম্য়াচের খেলা শুরু।
7.24 PM: দু'দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হল, এরপরই শুরু হবে বল নিয়ে লড়াই।
7.20 PM: আর কিছুক্ষণ পরেই নক-আউটের খেলায় মুখোমুখি স্পেন ও রাশিয়া।
ফুটবল মাঠে স্পেনের বিরুদ্ধে রাশিয়ার জয়ের রেকর্ড একেবারেই ভাল নয়। ১০ বারের বেশি এই দুই দল মুখোমুখি হলেও, মাত্র একবার জিতেছে রাশিয়া।