Advertisment

Spain vs Russia Score, FIFA World Cup 2018: কোয়ার্টার ফাইনালে রাশিয়া

Spain vs Russia Score, FIFA World Cup 2018: বিশ্বকাপে ফের অঘটন ঘটল, টাইব্রেকারে রাশিয়ার কাছে ৪-৩ ব্য়বধানে হেরে বিদায় নিল স্পেন, কোয়ার্টার ফাইনালে গেল রাশিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Spain vs Russia , স্পেন বনাম রাশিয়া

Spain vs Russia Score FIFA World Cup 2018: স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল রাশিয়া। ছবি- ফেসবুক

Spain vs Russia Live Score, FIFA World Cup 2018 Live Streaming: বিশ্বকাপে ফের অঘটন ঘটল। গতকাল আর্জেন্টিনা, পর্তুগালের পর, বিশ্বকাপের দৌড় থেকে এবার ছিটকে গেল প্রাক্তন বিশ্বজয়ী স্পেন। নকআউটের আজকের খেলায় কার্যত মিরাক্য়াল ঘটল। টানটান টাইব্রেকারে ৪-৩ গোলে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন মারিয়ো ফার্নান্ডেজরা।

Advertisment

নক-আউট পর্বে আজ ঘরের মাঠে স্বভাবতই বিপুল সমর্থন নিয়ে বল পায়ে খেলতে নেমেছিলেন রুশ ফুটবলাররা। খেলার ১২ মিনিটের মাথায় ইগনাসেভিচের আত্মঘাতী গোলে ১-০-তে এগিয়ে যায় স্পেন। ম্য়াচের ৪১ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল শোধ করেন রাশিয়ার দিজুবা। এরপর টানটান লড়াইয়ে কেউ একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়েনি, যার পরিণাম, নির্ধারিত সময়ে খেলার ফল দাঁড়ায় ১-১ ব্য়বধানে। অতিরিক্ত সময় পার হয়ে গেলেও খেলার ফয়সালা হয়নি। শেষমেশ টাইব্রেকারের সিদ্ধান্ত হয়, আর তাতেই বাজিমাৎ করলেন রুশ ফুটবলাররা। কোকে , আসপাসের শট বাঁচিয়ে ম্য়াচের নায়ক হয়ে গেলেন আকিনফিভ।

Spain vs Russia Score, FIFA World Cup 2018 Score and Updates: Read in English

10.11 PM: টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে রাশিয়া।

10.09 PM: টাইব্রেকারে ৩-২ গোলে এগিয়ে রাশিয়া।

10.01 PM: নাটকীয় মুহূর্তের সামনে দাঁড়িয়ে রাশিয়া-স্পেন ম্য়াচ, অতিরিক্ত সময়েও খেলার ফয়সালা হল না, শেষমেশ টাইব্রেকারের সিদ্ধান্ত।

9.57 PM: রাশিয়া-স্পেন ম্য়াচ এখনও নিষ্ফলা, খেলার ফল ১-১

9.44 PM: অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলার ফলেরও রফা মিলল না, খেলার ফল ১-১

9.27 PM: অতিরিক্ত সময়ের খেলা শুরু, রাশিয়া ১, স্পেন ১

9.22 PM: অতিরিক্ত সময়ে গড়াল রাশিয়া-স্পেন নকআউটের খেলা। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১

9.06 PM: রাশিয়া-স্পেনের ম্য়াচ দেখতে জমজমাট লুজনিকি স্টেডিয়াম।

8.50 PM: রাশিয়া-স্পেন ম্য়াচের টুকরো মুহূর্ত



8.41 PM:  বিশ্বকাপে রাশিয়া ও স্পেনের কিছু অজানা তথ্য়

8.25 PM: লুজনিকি স্টেডিয়ামের বাইরে উন্মাদনা

8.10 PM: পেনাল্টিতে বাজিমাত রুশদের। খেলার ফল ১-১, ৪১ মিনিটের মাথায় গোল রাশিয়ার দিজুবার।

8.02 PM: আক্রমণাত্মক রামোস!

7.42 PM: ইগনাসেভিচের আত্মঘাতী গোল! ১২ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে গেল স্পেন।

7.36 PM: স্টেডিয়ামে আসার মুহূর্ত

7.30 PM: বিশ্বকাপে রাশিয়া-স্পেন ম্য়াচের খেলা শুরু।

7.24 PM: দু'দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হল, এরপরই শুরু হবে বল নিয়ে লড়াই।

7.20 PM: আর কিছুক্ষণ পরেই নক-আউটের খেলায় মুখোমুখি স্পেন ও রাশিয়া।

ফুটবল মাঠে স্পেনের বিরুদ্ধে রাশিয়ার জয়ের রেকর্ড একেবারেই ভাল নয়। ১০ বারের বেশি এই দুই দল মুখোমুখি হলেও, মাত্র একবার জিতেছে রাশিয়া।

FIFA Football World Cup 2018 2018 FIFA World Cup
Advertisment