/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/east-bengal-cuadrat.jpg)
কার্লেস কুয়াদ্রাতের দেশীয় সহকারী হিসাবে ইস্টবেঙ্গল আগেই নিশ্চিত করেছে বিনো জর্জের নাম। এবার কুয়াদ্রাতের বিদেশি সহকারী হিসাবে স্প্যানিশ দিমাস দেলগাদোর নাম প্রায় চূড়ান্ত হয়ে গেল লাল হলুদ শিবিরে।
কুয়াদ্রাতকে আইএসএল জিততে এর আগে বেঙ্গালুরুতে সাহায্য করেছিলেন দেলগাদো। কুয়াদ্রাতের কোচিংয়ে বেঙ্গালুরুতে খেলা সেই দেলগাদোই এবার তাঁর সহকারী হতে চলেছেন ইস্টবেঙ্গলে।
দেলগাদোর প্রোফাইল বেশ নজরকাড়া। ইউরোপিয়ান এবং এশীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।
কাতালোনিয়ার গ্রামানেটের হয়ে ফুটবলে হাতেখড়ি দেলগাদোর। ২০০৬-এ বার্সেলোনায় পাড়ি দেন তিনি। এরপরে মেসিদের রিজার্ভ দলের হয়ে দুটো সিজন খেলেন। এরপরে তাঁর নতুন গন্তব্য হয় লা লিগায় সদ্য উন্নীত হওয়া ক্লাব এফসি নুমানসিয়ায়। নুমানসিয়ায় টান তিন বছর খেলার পর দেলগাদো খেলেছেন কার্তানা, রিক্রিয়েটিভো হুয়েলভার হয়ে। লা লিগার বিভিন্ন ডিভিশন মিলিয়ে ৪০০-র বেশি ম্যাচ খেলেছেন দেলগাদোর।
East Bengal FC all set to appoint Dimas Delgado as assistant coach of Carles Cuadrat as per @KhelNowpic.twitter.com/NfzZjEYWNq
— Footy India (@footy__india__) May 23, 2023
স্পেন ছেড়ে স্প্যানিশ মিডফিল্ডার এরপরে নাম লেখান এ লিগে। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে নাম লেখান। সিডনিকে সেই সিজনেই রানার্স করতে বড়সড় ভূমিকা নেন তিনি। ২০১৬/১৭ সিজনে দেলগাদোকে ক্যাপ্টেন করে এ লিগ অভিযানে নামে ওয়ান্ডার্সরা। সেবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলেন দেলগাদোরা। তিনি নেতৃত্বও দেন দলকে।
আরও পড়ুন: হুয়ান ফেরান্দোর চ্যাম্পিয়ন বিদেশি 'শিষ্য'কে চাইছে ইস্টবেঙ্গল! লাল-হলুদের সঙ্গে লড়াইয়ে কেরালাও
এ লিগে দুটো সিজন মিলিয়ে ৫০ ম্যাচে চারটে গোলও করেছেন তিনি। এ লিগ ছাড়ার পর আলবার্তো রোকার বেঙ্গালুরুতে ২০১৭/১৮ সিজনে যোগ দিয়েছিলেন। সেখানেই কুয়াদ্রাতের কোচিংয়ে আইএসএল জয়ের স্বাদ পান।
ইস্টবেঙ্গলকে কুয়াদ্রাত-দেলগাদো জুটি সাফল্যের সন্ধান দিতে পারবেন? সময়ই বলবে।