বার্সেলোনা ফুটবলে তিনি কিংবদন্তি। স্পেনের একমাত্র ফুটবলার হিসাবে জিতেছেন ব্যালন ডি'অর। সেই স্প্যানিশ কিংবদন্তি লুইস সুয়ারেজ চলে গেলেন না দেখার দেশে। তাঁর প্রাক্তন ক্লাব ইন্টার মিলান জানিয়েছে, ৮৮ বছরে প্রয়াত হয়েছেন তিনি।
রবিবার কিংবদন্তির প্রয়াণের খবর জানালেও মৃত্যুর কারণ জানায়নি ইন্টার মিলান। স্পেনের নর্থ ইস্ট প্রভিন্সের গ্যালিসিয়ায় জন্ম। ক্লাব ফুটবলে অধিকাংশ ট্রফি জিতেছেন ইন্টার মিলানের হয়ে। ইন্টারের হয়ে খেলার আগে স্পেনে বার্সেলোনার জার্সিতে জিতেছেন জোড়া খেতাব। বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়েছে, "দুঃখজনকভাবে ওঁর সেরা সময় ছিল বার্সেলোনা ছাড়ার পর।" ১৯৬০-এ ব্যালন ডি'অর জিতেছিলেন। ১৯৬১ এবং ১৯৬৪-এ রানার্স আপ হয়েছিলেন। ১৯৬৪-এ দেশের জার্সিতে ইউরো কাপেও চ্যাম্পিয়ন হন তিনি।
১৯৭৩-এ অবসরের পর সুয়ারেজ তিনটে স্পেলে কোচিং করিয়েছেন ইন্টারে। ১৯৮৮-১৯৯১ পর্যন্ত টানা তিন বছর কোচিং করিয়েছেন স্পেন জাতীয় দলের। তাঁর সেরা ব্যক্তিগত কৃতিত্ব প্ৰথম এবং একমাত্র স্প্যানিশ হিসাবে ব্যালন ডি'অর জেতা। পরবর্তীতে রাউল, জাভি, আন্দ্রে ইনিয়েস্তাদের মত মহাতারকারা যে মহার্ঘ্য ট্রফির স্বাদ পাননি কখনও। যদিও মহিলা ফুটবলার হিসাবে স্প্যানিশ আলেক্সা পুটেলাস জিতেছেন ব্যালন ডি'অর।
ব্যালন ডি'অর জেতার পর সুয়ারেজ ফিফা ওয়েবসাইটকে জানিয়েছেন, "যুগের সেরা একজন ফুটবলার যদি সেরকম পারফর্ম করতে না পারে, সেটা কিছুটা ভাগ্যের ব্যাপার। অনেকেই মহান ফুটবলার রয়েছেন, যারা ব্যালন জেতেননি। এটা বড় কোনও বিষয় নয়।" সেবার রিয়েল মাদ্রিদ ফরোয়ার্ড আলফ্রেড ডি স্টেফানোকে পেরিয়ে ব্যালন জেতেন সুয়ারেজ। ডি স্টেফানো ১৯৫৭ এবং ১৯৫৯-এ ব্যালন জিতেছিলেন। স্প্যানিশ-আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে বরাবর শ্রদ্ধাশীল ছিলেন স্টেফানো।
Read the full article in ENGLISH