টোয়েন্টি-টোয়েন্টিতে স্পিনারদের বড় ভূমিকা রয়েছে: ওয়াশিংটন সুন্দর

ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে স্পিনারদের জন্য় সেঅর্থে কিছুই থাকে না পিচে। ধুমধাড়াক্কা ক্রিকেটে স্পিনাররাই হন ব্য়াটসম্য়ানদের 'সফট টার্গেট'। কিন্তু এই প্রচলিত ধারণাই ভাঙলেন ওয়াশিংটন সুন্দর।

ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে স্পিনারদের জন্য় সেঅর্থে কিছুই থাকে না পিচে। ধুমধাড়াক্কা ক্রিকেটে স্পিনাররাই হন ব্য়াটসম্য়ানদের 'সফট টার্গেট'। কিন্তু এই প্রচলিত ধারণাই ভাঙলেন ওয়াশিংটন সুন্দর।

author-image
IE Bangla Web Desk
New Update
spinners play a big role in T20s: Washington Sundar

টোয়েন্টি-টোয়েন্টিতে স্পিনারদের বড় ভূমিকা রয়েছে: ওয়াশিংটন সুন্দর (ছবি-বিসিসিআই)

ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে স্পিনারদের জন্য় সেঅর্থে কিছুই থাকে না পিচে। ধুমধাড়াক্কা ক্রিকেটে স্পিনাররাই হন ব্য়াটসম্য়ানদের 'সফট টার্গেট'। কিন্তু এই প্রচলিত ধারণাই ভাঙলেন ওয়াশিংটন সুন্দর। তিনি বলছেন টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদের বড় ভূমিকা রয়েছে।

Advertisment

বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-২০ ম্য়াচটি অনুষ্ঠিত হল। আট উইকেটে জিতে ভারত সিরিজে সমতায় ফেরে। বাংলাদেশকে প্রথমে ব্য়াট করতে পাঠিয়ে ভারত ১৫৩/৬ রানে বেঁধে রাখে। বাংলাদেশের রানটা বেঁধে রাখার অন্য়তম কারিগর ছিলেন যুজবেন্দ্র চাহাল ও সুন্দর। চাহাল চার ওভার বল করে ২৮ রানের বিনিময়ে ২ উইকেট পান। অন্য়দিকে সুন্দর ২৫ রানে তুলে নেন এক উইকেট।

আরও পড়ুন-ভিডিও: আম্পায়ারের ‘ভুল’ সিদ্ধান্ত, মেজাজ হারিয়ে গালিগালাজ রোহিতের

Advertisment

রাজকোটে ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন সুন্দর। তিনি বলছেন, “ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে স্পিনারদের অবশ্য়ই একটা বড় ভূমিকা রয়েছে। কারণ খেলার গতিটা তারাই কমিয়ে দেয়। এক এক সময় পিচ থেকে স্পিনাররা সামান্য সহযোগিতাও পান। নিজের কাজটা জানা খুব জরুরি। ব্য়াটসম্য়ান কোথায় মারতে পারে থেকে শুরু করে অনেক ছোটখাটো বিষয়ও থাকে। শান্ত ও স্থিরতার সঙ্গে বল করলে সফলতা পাওয়া সম্ভব। কয়েক'টা ম্য়াচে হতেই পারে যে স্পিনারদের প্রচুর মার খেতে পারে। কিন্তু এটাই খেলার অঙ্গ”

আরও পড়ুন- ৪ ওভারে ৪৪ রান, খলিল আহমেদকে নিয়ে টুইটারে ট্রোল-মিমের বন্য়া

দেশের হয়ে ১৪টি টি-২০ খেলা সুন্দর মনে করছেন যে, নাগপুরে জিতেই ভারত সিরিজ পকেটে পুরবে। তাঁর মতে রাজকোটের মতোই সেখানে পিচ পাবেন তাঁরা।

Read full story in English

cricket Bangladesh India