দুর্নীতির অভিযোগ সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর ডিরেক্টর এবং সাইয়ের আরও তিনজনে আধিকারিক। গ্রেফতার হয়েছেন মোট ৬ জন।
দিল্লির লোধি রোডে সাইয়ের দফতরে তল্লাশির সময়ে এঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
তদন্ত সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন সাইয়ের ডিরেক্টর এস কে শর্মা, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার হরিন্দর প্রসাদ, সুপারভাইজর ললিত জলি এবং ইউডিসি ভি কে শর্মা। এঁরা ছাড়াও গ্রেফতার করা হয়েছে বেসরকারি কনট্রাক্টর মণদীর আহুজা এবং তাঁর কর্মী ইউনুসকে।
অভিযোগ সাইয়ের আধিকারিকরা ১৯ লক্ষ টাকার বিল আটকে রেখেছেন, যা পাস করার জন্য তিন শতাংশ কাট মানি দাবি করা হয়েছে।
সাইয়ের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাইয়ের সদর দফতরে পৌঁছন সিবিআইয়ের আধিকারিকরা। তাঁরা গোটা এলাকা সিল করে দেন।
সূত্র মারফৎ জানা গিয়েছে, সিবিআইয়ের কাছে গোটা বিষয়টি নিয়ে নালিশ জানান সাইয়ের ডিজি নীলম কাপুর। তিনি নিজে এ ঘটনার কথা জানতে পারেন মাস ছয়েক আগে। এরপর নীলম দ্বারস্থ হন ক্রীড়ামন্ত্রীর। মন্ত্রীর কথাতেই তিনি সিবিআই-কে বিষয়টি জানিয়ে চিঠি দেন।
যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা সকলেই সাইয়ের দফতের ইলেক্ট্রনিক দ্রব্যাদি এবং আসবাবপত্রের টেন্ডারের দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।
এক বছরের বেশি সময় ধরে সাইয়ে এই বেনিয়ম চলছে বলে জানিয়েছে সূত্র।