Advertisment

সুষমার প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল, টুইট করলেন কোহলি থেকে গম্ভীর

সুষমা স্বরাজ প্রয়াণে শোকাহত দেশের ক্রীড়ামহল। টুইটারে শোকপ্রকাশ করেছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। টুইটারে শোকবার্তা জ্ঞাপন করেছেন কোহলি থেকে গম্ভীর

author-image
IE Bangla Web Desk
New Update
sports fraternity condoles demise of Sushma Swaraj

সুষমা স্বরাজের জীবনাবসান।ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাত্র কয়েক ঘণ্টা আগেই ভারত হারিয়েছে তার 'প্রিয় বিদেশমন্ত্রীকে'। চিরনিদ্রায় গিয়েছেন সুষমা স্বরাজ। মঙ্গলবার রাত সোয়া এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে জীবনাবসান হয় তাঁর।

Advertisment

মৃত্যুকালে সুষমা বয়স হয়েছিল ৬৭। প্রথম মোদী সরকারে বিদেশমন্ত্রী হিসেবে প্রশ্নাতীত জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। বাজপেয়ী জমানাতেও মন্ত্রীত্ব সামলেছিলেন এই বিজেপি নেত্রী। শারীরিক অসুস্থতার কারণেই মন্ত্রীত্ব থেকে সাময়িক বিরতি নেন তিনি।

আরও পড়ুন: চিরনিদ্রায় ভারতের ‘প্রিয় বিদেশমন্ত্রী’ সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ প্রয়াণে শোকাহত দেশের ক্রীড়ামহল। টুইটারে শোকপ্রকাশ করেছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়নার পাশাপাশি টুইটারে শোকবার্তা জ্ঞাপন করেছেন বীরেন্দ্রে শেহওয়াগ, ভিভিএস লক্ষ্মণ ও মহম্মদ কাইফরা।

আরও পড়ুন: Sushma Swaraj Death Live News Updates: প্রয়াত সুষমা স্বরাজ, আজ শেষকৃত্য

বিজেপির প্রতিষ্ঠাতা নেতা লালকৃষ্ণ আডবানির হাত ধরে রাজনীতির কৌশল রপ্ত করেছিলেন সুষমা। বাজপেয়ী জমানায় বিজেপি শিবিরে অন্যতম ভরসা ছিলেন সুষমা। স্বাস্থ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন সুষমা স্বরাজ।

Virat Kohli Sushma Swaraj
Advertisment