মাত্র কয়েক ঘণ্টা আগেই ভারত হারিয়েছে তার 'প্রিয় বিদেশমন্ত্রীকে'। চিরনিদ্রায় গিয়েছেন সুষমা স্বরাজ। মঙ্গলবার রাত সোয়া এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে জীবনাবসান হয় তাঁর।
মৃত্যুকালে সুষমা বয়স হয়েছিল ৬৭। প্রথম মোদী সরকারে বিদেশমন্ত্রী হিসেবে প্রশ্নাতীত জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। বাজপেয়ী জমানাতেও মন্ত্রীত্ব সামলেছিলেন এই বিজেপি নেত্রী। শারীরিক অসুস্থতার কারণেই মন্ত্রীত্ব থেকে সাময়িক বিরতি নেন তিনি।
আরও পড়ুন: চিরনিদ্রায় ভারতের ‘প্রিয় বিদেশমন্ত্রী’ সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ প্রয়াণে শোকাহত দেশের ক্রীড়ামহল। টুইটারে শোকপ্রকাশ করেছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়নার পাশাপাশি টুইটারে শোকবার্তা জ্ঞাপন করেছেন বীরেন্দ্রে শেহওয়াগ, ভিভিএস লক্ষ্মণ ও মহম্মদ কাইফরা।
Deeply saddened by the news of Sushma Ji's demise, may her soul rest in peace. ????????
— Virat Kohli (@imVkohli) August 7, 2019
Deeply shocked to know about #SushmaSwaraj ji's demise, my condolences with her family. May her soul rest in peace. ????
— cheteshwar pujara (@cheteshwar1) August 7, 2019
RIP #SushmaSwaraj ji !! Your contribution will stay on and be remembered for a long time.
— Ashwin Ravichandran (@ashwinravi99) August 7, 2019
I'm beyond aggrieved at the passing away of Smt. #SushmaSwaraj A veteran politician and a pillar of the BJP, she was loved by everyone. She will be remembered as the most endearing & helpful politicians of recent times. My condolences to her family and friends. A huge loss for ???????? pic.twitter.com/JdI0vPxRJP
— Gautam Gambhir (@GautamGambhir) August 6, 2019
আরও পড়ুন: Sushma Swaraj Death Live News Updates: প্রয়াত সুষমা স্বরাজ, আজ শেষকৃত্য
Fierce, result-driven & a people’s person - she was all of that & more. A true leader. Still unable to process the news of #sushmaswaraj Ji’s passing away. Extremely disturbed! A big loss for our nation. May you rest in peace! pic.twitter.com/aLUnXfBvi4
— Suresh Raina???????? (@ImRaina) August 6, 2019
Heartfelt condolences to family and admirers of #SushmaSwaraj ji. Om Shanti ???????? pic.twitter.com/c3RTBJxgXe
— Virender Sehwag (@virendersehwag) August 6, 2019
Sad to hear about the passing away of #SushmaSwaraj ji . Deepest condolences to her family and supporters . Om Shanti ????????
— VVS Laxman (@VVSLaxman281) August 6, 2019
বিজেপির প্রতিষ্ঠাতা নেতা লালকৃষ্ণ আডবানির হাত ধরে রাজনীতির কৌশল রপ্ত করেছিলেন সুষমা। বাজপেয়ী জমানায় বিজেপি শিবিরে অন্যতম ভরসা ছিলেন সুষমা। স্বাস্থ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন সুষমা স্বরাজ।