/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Sourav_lata.jpg)
শনিবার ছিল উচ্ছ্বাসের টুইট। ভারতীয় যুব দল বিশ্বকাপ জেতার পরে বাঁধনছাড়া উছ্বাসে পুরস্কৃত করার ঘোষণা করেন। আর সেই হর্ষ দিন পাল্টাতেই বদলে গেল বিষাদে। প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের খবর ভেসে আসতেই সৌরভ গঙ্গোপাধ্যায় শোকে মুষড়ে উঠলেন।
ইনস্টাগ্রামে লিখে দিলেন, "শান্তিতে থাকুন ভারতরত্ন। সকল ভারতীয়র কাছে খুব খারাপ একটা দিন। প্রতিভার কথা বিচার্য হলে দেশ যাঁদের দেখেছে তাঁদের মধ্যে উনি মহানতম এবং বিরলতম। ২০ বছরের এই মহিলা আর নেই, ভাবতেই পারছি না। প্রত্যেকবার ওঁর স্বর শুনে এমনটাই মনে হত। অনেক অনেক ভালবাসা এবং শ্রদ্ধা। যেখানেই থাকুন, শান্তিতে থাকুন।"
ভারতীয় সিনেমার সর্বকালের সেরা গায়িকা মনে করা হয় লতা মঙ্গেশকরকে। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিংবদন্তি প্রয়াত হলেন ৯২ বছর বয়সে। করোনা আক্রান্ত হয়ে মৃদু উপসর্গ নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়েছিলেন তিনি গত ৮ জানুয়ারি। আর রবিবার তাঁর প্রয়াণের খবর ভেসে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা দেশে।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী ছোটদের কীর্তিতে উচ্ছ্বসিত সৌরভ-শাহরা! লাখ-লাখ টাকার পুরস্কার ঘোষণা
সৌরভের মতই কিংবদন্তি মহাগায়িকার জন্য শোকপ্রকাশ করেছে ক্রীড়ামহল। সৌরভ গঙ্গোপাধ্যায় তো বটেই বীরেন্দ্র শেওয়াগ, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণরা শ্রদ্ধাজ্ঞাপন করেছেন লতাকে।
Deeply saddened to hear about the demise of Lata ji. Her melodious songs touched millions of people around the world. Thank you for all the music and the memories. My deepest condolences to the family & the loved ones. 🙏
— Virat Kohli (@imVkohli) February 6, 2022
India lost her Nightingale today. Prayers are with Lata didi's family as we mourn this difficult hour. Om Shanti 🙏
— Ajinkya Rahane (@ajinkyarahane88) February 6, 2022
The Nightingale of India ,a voice which has resonated with, brought joy and happiness to millions around the world leaves. Heartfelt Condolences to her family and fans. Om Shanti 🙏#LataMangeshkar pic.twitter.com/O6gWb27x3s
— Virender Sehwag (@virendersehwag) February 6, 2022
Your music touched our soul and made us smile. Rest in Peace Lata Mangeshkar Ji. Your legacy will inspire generations to come. 🙏 pic.twitter.com/Z5xOcHNmjo
— Shikhar Dhawan (@SDhawan25) February 6, 2022
Heartbreaking #LataMangeshkar ji. Heartfelt condolences to her family. #RIP pic.twitter.com/MhqC82vdtf
— Manika Batra (@manikabatra_TT) February 6, 2022
কোহলি লিখেছেন, "লতাজির প্রয়াণের খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে গিয়েছি। ওঁর কন্ঠস্বর গোটা দুনিয়াকে কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছিল। সমস্ত স্মৃতি এবং মেলোডির জন্য ধন্যবাদ। প্রিয়জনদের প্ৰতি আন্তরিক সমবেদনা রইল।"
আরও পড়ুন: যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া! ভিভের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস ছোটদের
শেওয়াগ লিখেছেন, "ভারতের নাইটএঙ্গেল, গোটা বিশ্বে ওঁর কণ্ঠ খুশি এবং আনন্দে ভরিয়ে দিয়েছে। পরিবার এবং ফ্যানদের জন্য সমব্যথী। ওম শান্তি।" এছাড়াও শিখর ধাওয়ান, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রারাও লতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
लता जी के निधन के बारे मे सुनकर बहुत दुख हुआ। आपकी आवाज़ हमारे दिलो मे हमेशा ज़िंदा रहेंगी 🙏🙏🙏 कोटि कोटि प्रणाम #LataMangeshkar जी pic.twitter.com/tRGMQOGRgj
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 6, 2022
Extremely saddened by the demise of the Nightingale of India, Lata Mangeshkar ji. A big loss for India. Her magical voice shall remain immortal.
Om Shanti 🙏 pic.twitter.com/qfy8QDC77n— Mithali Raj (@M_Raj03) February 6, 2022
#TeamIndia members observe a minute silence before start of play to pay their respects to Bharat Ratna Sushri Lata Mangeshkar ji.#RIPLataJi pic.twitter.com/YfP02zyiuA
— BCCI (@BCCI) February 6, 2022
The BCCI joins the nation in mourning the loss of Bharat Ratna Smt. Lata Mangeshkar ji. The queen of melody enthralled the country for decades. An avid follower of the game and an ardent supporter of Team India, she helped create an awareness using music as a medium.#RIPLataji pic.twitter.com/BSfDb9YnYC
— BCCI (@BCCI) February 6, 2022
হাসপাতালে ভর্তি হওয়ার পরে দু সপ্তাহ আইসিইউতে ভর্তি ছিলেন লতা। কিংবদন্তি গায়িকা রবিবার মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে প্রয়াত হন। গোটা বিশ্বে সুরসম্রাজ্ঞী হিসাবে পরিচিত তিনি। কেরিয়ারে ৩০ হাজারের বেশি গান প্লে ব্যাক করেছেন। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪২-এ প্লেব্যাক করা শুরু করেন।
Lata Mangeshkar was the epitome of grace, humility and simplicity and therefore greatness.. a lesson for all. Kishore Kumar and now her death has left me music broken!
— Ramiz Raja (@iramizraja) February 6, 2022
Pained to receive news of Bharat Ratna #LataMangeshkar didi's demise. Her voice and melodies will remain immortal. Condolences to her family, friends and millions of fans all over the world.
ॐ शांति pic.twitter.com/SwSkZmuwqO— VVS Laxman (@VVSLaxman281) February 6, 2022
End of a golden era. Her magical voice and legacy will continue to live in the hearts of millions worldwide. An unparalleled icon!
RIP Smt. Lata Mangeshkar Ji. pic.twitter.com/sOmhJtPT1I— Babar Azam (@babarazam258) February 6, 2022
সাত দশকের দীর্ঘ কেরিয়ারে একের পর এক মন মাতানো গানে গোটা বিশ্বকে আলোড়িত করে রেখেছিলেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন তো বটেই পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। চারজন ভাই বোন-কে (ঊষা মঙ্গেশকর, হৃদয়নাথ মঙ্গেশকর, মিনা খাদিকর এবং আশা ভোসলে) রেখে অচেনা জগতের উদ্দেশ্য রওনা হলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন