Former Zimbabwe Cricketer Survives Leopard Attack: বরাতজোরে রক্ষা পেলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার গাই হুইটল। চিতাবাঘের আক্রমণে তিনি ব্যাপক ক্ষতবিক্ষত হয়েছেন। তিনি এবং তাঁর কুকুর চিতাবাঘটির সঙ্গে তুমুল লড়াই করেছেন। তার জেরে রক্তাক্ত হুইটলকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অস্ত্রোপচারও করা হয়।
জিম্বাবোয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, ঘটনার সময় হুইটল ট্রেকিং করতে বের হয়েছিলেন। সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে দিয়ে তিনি ট্রেকিং করছিলেন। জায়গাটি হুমানি অঞ্চলের মধ্যে পড়ে। তখনই চিতাবাঘটি প্রাক্তন ক্রিকেটারের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় হুইটলের সঙ্গে ছিলেন তাঁর প্রিয় কুকুর চিকারা। হুইটলকে বাঁচাতে গিয়ে চিকারা চিতাবাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘটিকে কামড়ে দেয়।
হুইটলের স্ত্রী ফেসবুকে তাঁর স্বামীর ওপর নেমে আসা এতবড় ভয়ংকর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি পোস্ট করেছেন, 'আজ চিতাবাঘের খপ্পরে পড়েছিল। বিরাট জোর বেঁচে গিয়েছে। আমরা ভাগ্যবান যে হিপ্পো ক্লিনিকের কর্মীরা তাঁর অত্যন্ত ভালো চিকিৎসা করেছেন। এরপর ওঁকে বাফেলো রেঞ্জ থেকে এসি অ্যাম্বুলেন্সে করে হারারেতে নিয়ে যাওয়া হয়। ওখানে মিল্টন পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীর থেকে অনেকটা রক্ত ঝরেছে।'
ফেসবুকে হুইটলের স্ত্রী তাঁর স্বামীর জীবন বাঁচানোর জন্য চিকারাকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন। তিনি লিখেছেন, 'চিকারার জন্যই ওঁর জীবন বাঁচল। আমাদের নয় কেজি ওজনের চিকারাও চিতাবাঘটির আক্রমণে আহত হয়েছে। ওকেও পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে।'
হুইটল হারারেতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি (১১৩ রান) করেছিলেন। ১৯৯৫ সালের ওই ম্যাচটায় জিম্বাবোয়ে জিতেছিল। অবশ্য সেই টেস্ট ম্যাচে হুইটলের চেয়ে বেশি রান করেছিলেন তাঁর দলের গ্র্যান্ট ফ্লাওয়ার অপরাজিত ২০১ রান করেছিলেন। আর, অ্যান্ডি ফ্লাওয়ার করেছিলেন ১৫৬ রান। ওই ম্যাচ জিম্বাবোয়ে ৬৪ রানে জিতেছিল। এর পাশাপাশি, বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হুইটাল ডাবল সেঞ্চুরিও (২০৩ রান) করেছিলেন।
আরও পড়ুন- আইপিএল নয় ঘরোয়া ক্রিকেটেই এবার মিলবে কোটি টাকা, বিরাট উদ্যোগ নিচ্ছে জয় শাহের বোর্ড
তবে, হুইটলের ওপর বন্যপ্রাণীর হামলা এটাই প্রথম নয়। ২০১৩ সালের সেপ্টেম্বরে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান যে বিছানার নীচে একটা আট ফুট লম্বা কুমির। সেই কুমির সারারাত ওই বিছানার নীচেই ছিল। আর হুইটল পা ঝুলিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বলেই বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।