Advertisment

India Team T20 World Cup Playing 11: বিশ্বকাপে ভারতের প্ৰথম একাদশ এটাই, IPL-এ ছক্কার ঝড় তোলার সুপারস্টারের জায়গাই হবে না এগারোয়

India Team T20 Playing XI: প্রাথমিকভাবে এটা জানা গিয়েছে যে টিম ম্যানেজমেন্ট ডান ও বামহাতি কম্বিনেশনে জোর দিচ্ছে। সেক্ষেত্রে রোহিত-যশস্বী ওপেন করলে কোহলি আসবেন তিনে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ritika Sajdeh, Rohit Sharma, Team India: রীতিকা সাজদাহ, রোহিত শর্মা, টিম ইন্ডিয়া

Ritika Sajdeh, Rohit Sharma, Team India: পোস্টটি ডিলিট করে দিয়েছেন রোহিতের স্ত্রী। (ছবি- টুইটার)

India Team T20 World Cup Playing 11 Prediction .. IPL-এ ছক্কার ঝড় তোলার সুপারস্টারের জায়গাই হবে না প্রথম এগারোয়। বিশ্বকাপে ভারতের প্ৰথম একাদশ এমনভাবেই সাজানো হয়েছে। যেখানে কোহলিকে পর্যন্ত ওপেনারের পজিশন ছাড়তে হচ্ছে। রোহিত-কোহলির বদলে ওপেনিং জুটি হতে যাচ্ছেন রোহিত শর্মা-যশস্বী জয়সওয়াল। এমনিতে ভারতের বহুল প্রতীক্ষিত টি-২০ একাদশ স্কোয়াডে বিরাট রদবদল ঘটেনি। কিছু চমক অবশ্যই আছে। কিন্তু, বেশিটাই যেন পূর্বের জল্পনার সঙ্গে মিলে গিয়েছে।

Advertisment

যেমন, রিঙ্কু সিং-কে বাদ দেওয়া নিয়ে লাগাতার আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেট ফ্যান- সবই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে রিঙ্কুর প্রথম একাদশে সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু, তার বদলে ১৫ জনের স্কোয়াডেই রিঙ্কু সুযোগ পাননি। রিজার্ভ খেলোয়াড় হিসেবে নাম আছে কেবল। যেমনটা নাম আছে শুভমান গিল, খলিল আহমেদ, আভেশ খানের।

প্রাথমিকভাবে এটা জানা গিয়েছে যে টিম ম্যানেজমেন্ট ডান ও বামহাতি কম্বিনেশনে জোর দিচ্ছে। সেক্ষেত্রে রোহিত-যশস্বী ওপেন করলে কোহলি আসবেন তিনে। চার নামবেন সূর্যকুমার যাদব। পাঁচ সম্ভবত নামতে চলেছেন ঋষভ পন্থ। ছয়ে খারাপ ফর্ম সত্ত্বেও সম্ভবত নামানো হবে হার্দিক পান্ডিয়াকে। রবীন্দ্র জাদেজা নামবেন সাতে। এরপর একে একে জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ ও আরশদীপ সিং। আর, স্পেশালিস্ট স্পিনার হিসেবে নামবেন কুলদীপ সিং।

সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ যেমনটা হতে চলেছে, তা হল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং।

টি-২০, ২০২৪ বিশ্বকাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ

আরও পড়ুন- বিশ্বকাপে বাতিল তারকার জন্যই বোর্ডের উদ্যোগ! IPL মাতানো সুপারস্টারের মন মানাতে কোটি কোটি টাকার চুক্তি

অবশ্য এর রদবদল ঘটতেই পারে। ১ মে-এর মধ্যে স্কোয়াডের তালিকা আইসিসির হাতে তুলে দিতে হয়েছে দেশগুলোকে। কিন্তু, এখনও রদবদল সম্ভব। এজন্য ২৫ মে পর্যন্ত হাতে সময় দিয়েছে আইসিসি। জুনে ক্রিকেট বিশ্বকাপ শুরু। তার মধ্যে স্কোয়াডের কোনও খেলোয়াড় চোট পেলে অথবা কোনও কারণে বাতিল হলে, তাঁর বদলে রিজার্ভ খেলোয়াড়দের ভাগ্যের শিকে ছিঁড়তে পারে।

T20 World Cup Rinku Singh Virat Kohli Rohit Sharma T20 India BCCI Indian Cricket Team
Advertisment