নতুন করে দল গুছিয়ে নিতে মাঠে নামছে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি। দুবাইতে বসছে এবারের মেগা নিলামের আসর। ভারতের বাইরে নিলামের আসর এবারেই প্রথম।
৭৭টি শূন্যস্থান পূরণের জন্য নিলামের দাঁড়িপাল্লায় উঠছেন ৩৩৩ জন ক্রিকেটার। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিরা বেছে নেবে ৩০ জন বিদেশিকে। আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলে খেলা (ক্যাপড) ক্রিকেটার রয়েছেন ১১৬ জন। জাতীয় দলে কখনও না খেলা ক্রিকেটারের (আনক্যাপড) সংখ্যা ২১৫ জন।
গুজরাটের হাতে নিলামে সবথেকে বেশি অর্থ থাকছে- ৩৮.১৫ কোটি। এরপরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (৩৪ কোটি), কেকেআর (৩২.৭ কোটি) এবং সিএসকে (৩১.৪ কোটি)।
পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির পার্সে রয়েছে যথাক্রমে ২৯.১ কোটি, ২৮.৯৫ কোটি এবং ২৩.২৫ কোটি। লখনৌয়ের হাতে থাকবে সবথেকে কম অর্থ-১৩.১৫ কোটি। মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস নিলামে নামবে ১৭.৭৫ কোটি এবং ১৪.৫ কোটি নিয়ে।
ক্রিকেটার ছাড়ার ক্ষেত্রে সবথেকে বেশি তারকা রিলিজ করেছে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি। তিন ফ্র্যাঞ্চাইজিই ১১ জনকে রিলিজ করেছে। রাজস্থান রয়্যালসের রিলিজ করা তারকার সংখ্যা ৯ জন। লখনৌ, গুজরাট, কলকাতা, সানরাইজার্স হায়দরাবাদ থেকে রিলিজ করা হয়েছে ৮ জন করে। পাঞ্জাব ছেড়েছে সবথেকে কম ক্রিকেটারকে- মাত্র ৫ জনকে।
ফ্যাক্টর ওয়ার্ল্ড কাপ
ওয়ার্ল্ড কাপের ঠিক পরেই হতে চলেছে আইপিএলের নিলাম। ফরম্যাট আলাদা হলেও ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্সে ফ্র্যাঞ্চাইজিদের নজরে রয়েছে।
ফাস্ট বোলার:
এবার আইপিএলের নিলাম মাতাতে পারে ফাস্ট বোলাররাজ যারা বিশেষত ওয়ার্ল্ড কাপে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়েছেন। দেখে নেওয়া যাক আইপিএলের নিলামে কাদের নিয়ে ঝড় উঠতে পারে-
মিচেল স্টার্ক: আইপিএলে ২০১৫-র পর থেকে খেলেননি। তবে নিলামে দামি পেসারের মর্যাদা পেয়ে যেতে পারেন কারণ টি২০'তে যে কোনও সময়ে, যে কোনও পরিস্থিতিতে স্টার্ক বল করার ক্ষমতা রাখেন।
প্যাট কামিন্স: অধিনায়কত্ব দক্ষতা প্লাস পয়েন্ট। সদ্যই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছেন ক্যাপ্টেন হিসাবে। লোয়ার অর্ডারে ব্যাট হাতে যথেষ্ট কার্যকরী।
ড্যারেল মিচেল: মিডল অর্ডারে যে কোনও দলের স্তম্ভ। অসাধারণ ফিল্ডার। সেই সঙ্গে সিম আপ পজিশনে রেখে বল-ও করতে পারেন।
ট্র্যাভিস হেড: বিশ্বকাপ ফাইনালে ভারতকে কাঁদানো হেড নিলামে কোটিপতি হয়ে যেতে পারেন। ইনিংসের শুরুতে ঝড় তোলা গোড়াপত্তনে সাবলীল। বিশ্ব ক্রিকেট মাতিয়ে দেওয়া তারকাকে 'না' বলবে কোন ফ্র্যাঞ্চাইজি?
হ্যারি ব্রুক: আইপিএলে প্রথম সিজন মোটেই পরিকল্পনা মাফিক এগোয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুদিন আগেই ৭ বলে ৩১ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের বার্তা দিয়েছেন।
জেরাল্ড কোয়েটজে: বিশ্বকাপ থেকে নজরে উঠে আসা প্রোটিয়াজ তারকা এবারের নিলামে ঝড় তুলতে পারেন। বল হাতে নিয়মিত ১৪০ প্লাস স্পিডে যেমন বল করতে পারেন, ব্যাট হাতেও ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা: আরসিবি শ্রীলঙ্কান স্পিনার-অলরাউন্ডারকে কেন রিলিজ করল, তা অনেকেরই বোধগম্য হচ্ছে না। ঘূর্ণিতে যেমন মাতাতে পারেন, তেমন আট নম্বরে ব্যাট করতে নেমে বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি।
মুজিব উর রহমান: গতবার নিলামে অবিক্রিত থাকলেও বিশ্বকাপে পারফর্ম করে নজরে রয়েছেন। ব্যাটে-বলে দুইয়েই দক্ষ তিনি।
শার্দূল ঠাকুর: ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হওয়ার পর অলরাউন্ডারদের বাজার অনেকটাই হারিয়েছে। তবে দেশি তারকা হওয়ায় শার্দূল বড় দর পেতে পারেন নিলামে।
আরও পড়ুন- সিরিজ জেতার ODI-তে নামছে ভারত! টিম ইন্ডিয়ার প্ৰথম ১১-য় অভিষেকের অপেক্ষায় কোহলির সতীর্থ