/indian-express-bangla/media/media_files/2025/06/23/arup-biswas-cfl-2025-06-23-19-20-25.jpg)
Arup Biswas-CFL: কলকাতা ফুটবল লিগের ম্যাসকট উন্মোচন করলেন ক্রীড়ামন্ত্রী
Santosh Trophy 2025: দীর্ঘদিন পর বাংলা সন্তোষ ট্রফি জিতেছিল ২০২৪ সালে। সেই জয়ের নেপথ্য কারিগর ছিলেন বাংলার ফুটবল দলের কোচ সঞ্জয় সেন (Sanjoy Sen)। এবার সেই সঞ্জয় সেনকে এবারের সন্তোষ ট্রফির জন্যও বাংলার কোচ হিসাবে ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সঞ্জয়ের কোচিংয়েই আবার বাংলাকে ভারতসেরা করার কথা বললেন অরূপ। তিনি জানালেন, যেভাবে দীর্ঘদিন পর বাংলাকে ভারতসেরা করেছেন সঞ্জয়, সেই কৃতিত্বের জন্য যেকোনও প্রশংসাই কম। তাই আবার বাংলাকে ভারতসেরা করার দায়িত্ব দেওয়া হল সঞ্জয়কে।
বছর দশেক আগে মোহনবাগানকে আই-লিগ এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করা সঞ্জয় সেন গত বছর বাংলার ফুটবলকে তলানি থেকে উপরে তুলে আনেন বলা যায়। তাঁর কোচিংয়ে ফাইনালে কেরলকে হারিয়ে ৩৩তম সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলা। দীর্ঘদিন পর ভারতসেরা হয় বাংলা। সেই সাফল্য আবার পেতে সঞ্জয়ের উপরই আস্থা রাখলেন ক্রীড়ামন্ত্রী। এদিন অরূপ বিশ্বাস বলেছেন, 'একসময় ভারতীয় ফুটবল ফিফা ক্রমতালিকায় ৯৬ নম্বরে ছিল। তখন কিন্তু এত বিদেশি ভারতে খেলতেন না। ভারতীয় ফুটবলারদেরই রমরমা ছিল। তারপর আইএসএল শুরু হল। বিদেশি ফুটবলাররা আরও বেশি করে ভারতে খেলতে এলেন। কিন্তু ভারতীয় ফুটবলের হাল খারাপ হতে থাকল। এখন আমরা নামতে নামতে কোথায় চলে গিয়েছি।'
ভারতীয় ফুটবলে একসময় রাজত্ব করত বাংলা। বাংলার স্বনামধন্য ফুটবলার থেকে দিকপাল কোচেরা ভারতীয় ফুটবল দীর্ঘদিন ধরে শাসন করেছেন। পি কে ব্যানার্জি থেকে শুরু করে অমল দত্ত, কত বাঙালি কোচ ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছেন। কিন্তু এখন ভারতীয় দলে বাংলার ফুটবলার নেই বললেই চলে। জাতীয় দলে একমাত্র প্রতিনিধি শুভাশিস বসু। এই নিয়ে মুখ খুলেছেন অরূপ। তিনি বলেছেন, 'বাংলার ফুটবলার আরও বেশি করে ভারতীয় দলে খেলতে হবে। এই জন্য আমার আইএফএ-র কাছে অনুরোধ, কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) শুধুমাত্র বাংলার ফুটবলারদের খেলানো হোক। তবেই বাংলার তথা ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব। তাহলে ভারতীয় ফুটবলে বাংলার ফুটবলারদের সংখ্যা বাড়বে।'
আরও পড়ুন জন্মদিনেই অনন্য সম্মান পি কে ব্যানার্জিকে, সেরার সেরা কোচকে নিয়ে বিরাট ঘোষণা IFA-র
এর পাশাপাশি কলকাতা ফুটবল লিগে রেফারিং নিয়েও মুখ খুলেছেন অরূপ। দীর্ঘদিন ধরেই কলকাতা লিগে রেফারিং নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। কখনও কখনও ব্যবস্থা নেয় আইএফএ, আবার কখনও কোনও কিছু হয় না। এই নিয়ে কার্যত আইএফএ-কে একহাত নিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন, 'আইএফএ-র কাছে আমার অনুরোধ, রেফারিংয়ের বিষয়টা আপনারা দেখুন। ভুল রেফারিংয়ের শিকার হচ্ছে ছোট ক্লাবগুলো। অধিকাংশ ছোট ক্লাব রেফারিং নিয়ে দীর্ঘদিরে ধরে অভিযোগ জানিয়ে আসছে। এইভাবে চললে ছোট ক্লাবগুলোর অস্বস্তি থাকবে না। আশা করি বিষয়টা নিয়ে আইএফএ সতর্ক হবে এবং ব্যবস্থা নেবে।'