Advertisment

Rohit on Impact Player Rule: IPL-এর এই নিয়ম একদমই ফালতু! মুখ খুললেন এবার রোহিত সজোরে

IPL Impact Player Rule 2024: আইপিএলের এই নিয়ম একদমই পছন্দ হচ্ছে না রোহিতের, মুখ খুললেন তিনি নিজেই

author-image
IE Bangla Sports Desk
New Update
Impact Player Rule in Bengali: রোহিত শর্মা ও জয় শাহ

Rohit on Impact Player Rule: কার্যত রোহিতের নিশানায় বিসিসিআই। (ছবি- টুইটার)

Impact Player Rule in Bengali: আইপিএলের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রুলসটা তিনি পছন্দ করছেন না। খোলাখুলিই জানিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের ধারণা, এই নিয়ম ভারতীয় ক্রিকেটকে আদৌ কোনও সাহায্য করছে না। রোহিতের সোজা কথা, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবেরা যে এই নিয়মের জন্য আইপিএলে বল করতে পারছেন না, সেটা মোটেও ভারতীয় ক্রিকেটের পক্ষে যাচ্ছে না।

Advertisment

রোহিতের কথায়, 'আমি ইমপ্যাক্ট সাব রুলের বিশেষ ভক্ত নই। এই আইনটা অলরাউন্ডারদের কথা কোনওভাবেই মাথায় রাখছে না। এই নিয়মে খেলার চেয়েও ক্লাবের গুরুত্বটাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।' রোহিতের অভিযোগ, সব অলরাউন্ডাররাও এই নিয়ম থেকে সাহায্য পাচ্ছেন না। ওয়াশিংটন সুন্দর বা শিবম দুবের মত ভারতীয় অলরাউন্ডারদের এই নিয়ম কোনও সাহায্য করছে না। ওয়াশিংটন সুন্দর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ তেমন একটা পাচ্ছেন না। আর, দুবে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী। কিন্তু, তিনি এখনও টুর্নামেন্টে বোলিং করতে পারেননি।

রোহিতের কথায়, 'এটা স্রেফ বিনোদনের ব্যাপার হয়ে যাচ্ছে।' যে পডকাস্টে রোহিত এই মন্তব্য করেছেন, সেখানকার অন্যতম হোস্ট ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনিও জানান, এই নিয়ম খেলার মূল ভিত্তিটাকেই হত্যা করেছে। গিলক্রিস্ট বলেন, 'টি-২০ এমনিতেই বিনোদনমূলক। এর জন্য আলাদা করে এত নিয়মকানুন তৈরির দরকার ছিল না।'

আরও পড়ুন-  বিশ্বকাপে ভারতের স্কোয়াডে নিশ্চিত হয়ে গেল এই ১০ তারকা! হাহাকার করতে চলেছেন একাধিক সুপারস্টার

রোহিত-গিলক্রিস্টরা সরব হওয়ার আগেও টি-২০ ক্রিকেটের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বারবার সরব হয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এই ইমপ্যাক্ট প্লেয়ারের নীতি ক্রিকেটের আসল ভিত্তিটাকেই নড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের মত অলরাউন্ডের কথা এখানে ভাবাই হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে অলরাউন্ডারদের গুরুত্ব সর্বাধিক। অর্থাৎ, যিনি বল এবং ব্যাট করতে পারবেন, এমন খেলোয়াড়দের গুরুত্বই বেশি। আইপিএল সেটাই উপেক্ষা করছে বলেই ক্ষোভ রোহিত এবং গিলক্রিস্টদের।

এই 'ইমপ্যাক্ট প্লেয়ার'-এর নিয়ম কিন্তু আইপিএলে গোড়া থেকে ছিল না। গত বছর থেকে এই নিয়ম যুক্ত হয়েছে। আর, তার ফলে আইপিএল এখন কার্যত ১২ জনের খেলা হয়ে গিয়েছে। এমনকী, ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে এই সুবিধাও দেওয়া হয়েছে যে, টসের আগে দল ঘোষণা করতে হবে না। সেই অনুযায়ী টস হারা বা জেতার পর অধিনায়করা পিচ অনুযায়ী ঠিক করে নিচ্ছেন, তাঁদের বাড়তি ব্যাটার না বোলার চাই?

সেই অনুযায়ী ইমপ্যাক্ট প্লেয়ারকে বাছা হচ্ছে। কিন্তু, আন্তর্জাতিকস্তরে এমন নিয়ম নেই। সেখানে শুধু অলরাউন্ডার নেওয়া যায়। ১২ জনকে খেলানোর কোনও সুযোগই নেই। সেই কারণে আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে দল বাছতে গেলে সমস্যায় পড়তে পারে ইন্ডিয়া টিম। বিশেষ করে, অলরাউন্ডার হিসেবে কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যাটা বাড়বে। এমনটাই অভিযোগ রোহিতদের।

BCCI Rohit Sharma IPL IPL 2024
Advertisment