Advertisment

দিনের বাছাই খেলার খবর: করোনার শিকার সৌরভের পরিবার ও মাশরাফি, স্পনসর পর্যালোচনা বোর্ডের এবং অন্যান্য

দিনের সেরা খবর এক ক্লিকে- করোনায় এবার গঙ্গোপাধ্যায় পরিবার এবং জোড়া বাংলাদেশি ক্রিকেটার। বোর্ডে খতিয়ে দেখা হবে চিনা স্পনসরের ভূমিকা, তদন্ত শুরু করল শ্রীলঙ্কা সরকার, ক্যাম্পে কি ডাক পাবেন ধোনি!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা হানা সৌরভের পরিবারে এবং জোড়া বাংলাদেশি ক্রিকেটারকে। চিনা চুক্তি নতুন করে খতিয়ে দেখার বার্তা। ভারতের বিশ্বকাপ জয় নিয়ে তদন্ত শুরু শ্রীলঙ্কার। ধোনিকে ক্যাম্পে ডাকা নিয়ে অনিশ্চয়তা। নাসের হুসেনকে খোঁচা মহারাজের।

Advertisment

করোনার কবলে সৌরভের পরিবার

করোনার থাবা এবার পৌঁছে গেল খোদ গঙ্গোপাধ্যায় পরিবারের অন্দরমহলে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদি এবার কোভিড পজিটিভ ধরা পড়লেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর।জানা গিয়েছে, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেখানেই সেই নমুনায় সংক্রমণের সন্ধান পাওয়া যায়। ঘটনাচক্রে স্নেহাশিসের শ্বশুর ও শাশুড়ি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হন। এখানেই করোনা ক্ষান্ত হয়নি। কিছুদিন আগেই সৌরভের দাদার মোমিনপুরের বাড়ির এক পরিচালিকা করোনা আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন আগেও তিনি সেখানে গিয়েছিলেন।

শহরের একটি বেসরকারি হাসপাতালে সবাই চিকিৎসাধীন। প্রত্যেকেই আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। সহধর্মিনী আক্রান্ত হলেও করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে স্নেহাশিসের রিপোর্ট। তারপরে আইসলেশনে পাঠানো হয়েছে তাঁকে।

চুক্তি পর্যালোচনা বোর্ডের

সীমান্তে সেনা জওয়ান শহিদ হয়েছে। চিনা সেনাদের নৃশংসতার শিকার হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষীরা। এরপরেই গোটা দেশে আওয়াজ উঠে গিয়েছে, চিন হঠাও। আর্থিকভাবে প্রতিবেশী দেশকে ধাক্কা দিতেই চিনা পণ্য বয়কটের ডাক উঠে গিয়েছে। তারপরেই বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হল, আইপিএল এর স্পন্সরশিপ চুক্তি খতিয়ে দেখা হবে। আইপিএলের প্রধান স্পনসর চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো।

বোর্ডের বক্তব্য, আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে ভিভোর ৪০০ কোটি টাকার চুক্তি নিয়ে আলোচনা করা হবে। শুক্রবার, আইপিএলের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, "সীমান্তে সংঘর্ষে যেভাবে আমাদের বীর সৈনিকরা শহিদ হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহে আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে। যেখানে আইপিএলের বিভিন্ন চুক্তি খতিয়ে দেখা হবে।"

প্রধান স্পনসর ভিভো ছাড়াও আইপিএলের অন্যতম স্পন্সরের মধ্যে রয়েছে ডিজিটাল ওয়ালেট সংস্থা পেটিএম। যার অন্যতম ইনভেস্টর আলিবাবা।

একই দিনে বাংলাদেশের জোড়া ক্রিকেটার করোনা পজেটিভ

সকালের দিকেই বাংলাদেশের ক্রিকেট মহলে হইচই পরে গিয়েছিল। তামিম ইকবালের দাদা নাফিস ইকবাল করোনায় ধরা পড়েন। দুপুর গড়াতেই আরো একটি ঢেউ আছড়ে পড়ল পদ্মাপাড়ের ক্রিকেটে। করোনা আক্রান্তের নামের তালিকায় এবার স্বয়ং মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজা করোনা আক্রান্ত হতেই আশংকিত ক্রিকেট মহল।

ক্রিকেটার সরাসরি কিছু জানাননি। তবে তারকা ক্রিকেটারের পরিবারের সূত্রে স্বীকার করে নেওয়া হয়েছে এই সংক্রমণের খবর। শনিবারে মাশরাফির নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেখানেই দেখা গিয়েছে, তিনি সংক্রমিত। ঢাকায় নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।

স্পোর্টস্টার কে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফির ছোট ভাই মুর্শলিন মুর্তজা জানিয়েছেন, "শেষ কয়েকদিন শরীর মোটেই ভালো ছিল না ওর। তাই নমুনা পরীক্ষা করতে দেয়। সেই ফলাফল পজিটিভ এসেছে। মাশরাফি এখন বাড়িতে সেল্ফ আইসোলেশনে রয়েছে।" বাংলাদেশের একাধিক মিডিয়া সূত্রে জানা গিয়েছে, মাশরাফির পরিবারের বেশ কয়েকজন কোভিড আক্রান্ত হয়েছিলেন আগে।

এই নিয়ে মোট তিনজন বাংলাদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। এদিনই আক্রান্তের তালিকায় নাম লিখিয়েছিলেন তামিম ইকবালের দাদা নাফিস ইকবাল। যিনি বাংলাদেশের প্রাক্তন ওপেনার ছিলেন।

ডেইলি স্টার সংবাদপত্রে নাফিস ইকবাল নিজেই জানিয়েছেন, মারণ ভাইরাসে সংক্রামিত হয়েছেন তিনি। আপাতত চট্টগ্রামে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

শ্রীলঙ্কার তদন্ত

শ্রীলঙ্কান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দ আলুথামাগে কিছুদিন আগেই অভিযোগ করেছিলেন, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা হয়েছিল। এমন অভিযোগের পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। তার প্রেক্ষিতেই এবার তদন্ত শুরু করার নির্দেশ দিল শ্রীলঙ্কার সরকার। শ্রীলঙ্কার বর্তমান ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপ্পেপেরুমা বিবৃতি দিয়ে নির্দেশ দিলেন প্রতি দু-সপ্তাহ অন্তর তদন্তের অগ্রগতি জানাতে হবে তাঁকে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর এমন নির্দেশের পরেই ক্রীড়া সচিব রুয়ানচন্দ্র তদন্তকারী ইউনিটকে সরকারিভাবে দায়িত্ব দেন।

প্রাক্তন মন্ত্রী আলুথামাগের অভিযোগ ছিল, ভারতের কাছে ইচ্ছাকৃত ফাইনালে হারে শ্রীলঙ্কা। এমন বক্তব্য প্রকাশ্যে আসার পরে আবার ব্যঙ্গ করেন ফাইনালে অংশ নেওয়া দুই লঙ্কান তারকা মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা।

সৌরভের খোঁচা নাসেরকে

ঠিক ১৪ বছর আগে। এদিনই বিশ্বক্রিকেটে অভিষেক হয় সৌরভ গঙ্গোপাধ্যায় নামক ক্রিকেট ব্যক্তিত্বের। বাইশ গজ থেকে সরে দাঁড়ালেও সৌরভ ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন অন্যভাবে, ক্রিকেট প্রশাসক হিসাবে।

প্রতি বছর এই দিন স্মরণ করেন মহারাজ। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। টুইটারে অভিষেক ম্যাচের একগুচ্ছ ছবি পোস্ট করলেন তিনি। সেই টুইটেই আবার খুনসুটি শুরু করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেন। ইংরেজ অধিনায়ক খোঁচা দিয়েই জিজ্ঞাসা করলেন বল করার ছবি দেননি কেন! যার জবাবে সপ্রতিভ উত্তর দিলেন সৌরভও। জানিয়ে দিলেন, "আমি সবসময়েই প্রিয় বন্ধুদের রক্ষা করতে চাই।"

আসলে অভিষেক টেস্টেই যে সৌরভের বলের শিকার হয়েছিলেন নাসের হুসেন। ১৯৯৬ এ লর্ডসে স্মরণীয় টেস্ট অভিষেক ঘটে মহারাজের। সেই টেস্টেরই বাছাই করা ছবি পোস্ট করেছিলেন সৌরভ। অভিষেক ম্যাচেই টেস্ট সেঞ্চুরি করার পরে লর্ডসের আইকনিক স্টেডিয়াম থেকে সতীর্থরা হাততালি দিয়ে অভিবাদন জানান তাঁকে। সেই ছবিও রয়েছে কোলাজে।

ধোনিকে নিয়ে জল্পনা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই অনুশীলনে ফিরতে চলেছেন তারকা ক্রিকেটাররা। সূত্রের খবর, শীঘ্রই একটি ক্যাম্পের আয়োজন করা হবে। সেখানেই দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। তবে, জল্পনা উঠে গিয়েছে সেই ক্যাম্পে কি ডাক পাবেন মহেন্দ্র সিং ধোনি নাকি তাঁকে ব্রাত্য রেখেই এগিয়ে যাবে বোর্ড। এখনো সরকারিভাবে সেই ট্রেনিং ক্যাম্পের কথা স্বীকার না করলেও জুলাইয়ের তৃতীয় সপ্তাহের পর নিরাপদ জায়গায় সেই ক্যাম্প আয়োজনের কথা ভেবে রেখেছে বোর্ড। সমস্যার কারনে একান্তই সেই ক্যাম্প না করা গেলে আইপিএলে সংশ্লিষ্ট দলের জার্সিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

সেই ক্যাম্পে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তো বটেই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের ডাকা হবে। তবে ধোনিকে ডাকা হবে কিনা, তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে। সদ্য প্রাক্তন নির্বাচক প্রধান যেমন জানিয়েই দিলেন, সামনে যদি টি২০ বিশ্বকাপ খেলার পরিকল্পনা থাকে বোর্ডের তাহলে হয়ত ধোনিকে ডাকা হবে। যদি দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি হয়, তাহলে সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, কেএল রাহুলদের নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে, ধোনিকে বাদ দিয়েই। তবে প্রসাদের যুক্তি, আবাসিক ক্যাম্পে ধোনিকে রাখলে উঠতি ক্রিকেটারদের সুবিধা হবে।

Sourav Ganguly MS DHONI BCCI IPL
Advertisment