Advertisment

চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়, শোকস্তব্ধ ক্রীড়াদুনিয়া

অগাস্ট মাসের ১০ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতরত্ন তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোমবারই প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে ফুসফুসে সংক্রমণের কারণে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রথম প্ৰকাশ করেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

Advertisment

তাঁর প্রয়াণে দেশে শোকের ছায়া নেমে এসেছে। দেশের সর্বস্তরের মানুষ তাঁর উদ্দেশে শোকের বার্তা ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ক্রীড়াবিদরাও এর ব্যতিক্রম নন। ক্রিকেটার তো বটেই অন্যান্য খেলার জগতের তারকারাও শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশের রাজনীতির চাণক্য'কে।

আরও পড়ুন: প্রণব মুখাপাধ্যায়: কংগ্রেস যাঁকে কোনওদিন প্রধানমন্ত্রী হতে দিল না

২০১৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি এমন খবর পেয়ে সরাসরি দুঃখের কথা জানিয়ে টুইট করেন। এরপর ভিভিএস লক্ষ্মণ, জ্বালা গাটা, বীরেন্দ্র শেওয়াগ, ঋদ্ধিমান সাহা, অজিঙ্কা রাহানে, বিজেন্দ্র সিং, অনিল কুম্বলে, ঝুলন গোস্বামী, মহম্মদ কাইফ, অশ্বিনের মত তারকা ক্রীড়াবিদদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু শোকের টুইট করেন।

অগাস্ট মাসের ১০ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতরত্ন তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তবে এর পরেই ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাঁর।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Pranab Mukherjee
Advertisment