Year ender Sports 2024: ফিরে দেখা, বর্ষশেষে ভারতীয় ক্রীড়াজগতের ৫ বিতর্ক

Year ender Sports 2024: যে সব বিতর্কের জন্য ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ২০২৪ সালকে বারবার মনে করা হবে, বছরের শেষের দিকে এসে তা ফের একবার দেখে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Controversy in Sports, ক্রীড়াক্ষেত্রে বিতর্ক

Controversy in Sports: বিতর্কিত ২০২৪।

Year ender Sports 2024: ভারতীয় ক্রীড়াক্ষেত্রের কাছে ২০২৪ সাল বিতর্কিত হয়ে রইল। ভারত এই বছর বিভিন্ন টুর্নামেন্টে ঐতিহাসিক জয় পেয়েছে। আবার কোনওগুলোতে হেরেও গিয়েছে। এই বছর ভারতীয় ক্রীড়ার বেশ কিছু খেলা এবং ক্রীড়াবিদরা বিতর্কের কারণে শিরোনামে উঠে এলেন বারবার। তা সে ভারতীয় হকি এবং ফুটবল দলের কোচের ইস্তফাই হোক অথবা প্যারিস অলিম্পিকে বিনেশ ফোগতের বাদ পড়াই হোক। সেসবই বর্ষশেষের দিকে এসে ফিরে দেখার চেষ্টা করলাম আমরা। 

Advertisment

হার্দিকের মুম্বইয়ে যোগদান নিয়ে বিতর্ক
এই বছরের শুরুতে হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ার অধিনায়ক ঘোষিত হন। এরপর জসপ্রীত বুমরা সোশ্যাল মিডিয়ায় এমন কয়েকটি পোস্ট করেন, যাতে স্পষ্ট হয়ে যায় যে তিনি হার্দিকের অধিনায়ক হওয়ায় খুশি নন। হার্দিককে এরপর ২০২৪ আইপিএলের পুরোটাতেই দলের মধ্যে নানা সমস্যায় পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে ট্রোল করা হয়েছে। রোহিত শর্মাকে অধিনায়ক পদ থেকে সরানোর জেরে মুম্বই ইন্ডিয়ান্সেরও কড়া সমালোচনা করেছেন অনুরাগীরা।

ভিনেশ ফোগত
ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগত প্যারিস অলিম্পিকে ফাইনালে উঠেছিলেন। তিনি দেশের জন্য সোনা জেতার মুখে ছিলেন। কিন্তু, তিনি যে বিভাগে নেমেছিলেন, তার চেয়ে বেশি ওজন হওয়ায় তিনি খেলা থেকে বাতিল ঘোষিত হন। ভিনেশ এরপর অভিযোগ করেন যে প্যারিস অলিম্পিকে ক্রীড়ামন্ত্রক এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাঁকে কোনও সাহায্যই করেনি। গোটা ঘটনায় তিনি একলা পড়ে গিয়েছিলেন বলে অভিযোগ করেন ভিনেশ।

আরও পড়ুন: অশ্বিনকে দেওয়া হোক সেরার সেরা পুরস্কার! মোদি সরকারের কাছে বেনজির আর্জি কংগ্রেস সাংসদের

Advertisment

ইগোর স্টিমাক
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাককে বরখাস্ত করেছে। এর পর স্টিমাক এআইএফএফের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন যে ফেডারেশন তাঁকে কোনও সাহায্যই করেনি। তাঁকে মিথ্যা কথাও বলা হয়েছিল বলে অভিযোগ করেন স্টিমাক। তাঁকে নাকি গুরুত্বই দেয়নি এআইএফএফ। তাঁর অবর্তমানেই দল নিয়ে নানা সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্টিমাকের এই সব অভিযোগের ভিত্তিতে ফেডারেশন বাধ্য হয়েছে তাঁকে মোটা অঙ্কের অর্থ দিতে।  

কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কা
আইপিএল ২০২৪ চলাকালীন, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টস হারার পর অধিনায়ক কেএল রাহুলকে মাঠেই বকাবকি করেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর কেএল রাহুলকে লখনউ আর ধরে রাখেনি। ২০২৫ আইপিএলের নিলামে উঠেছিলেন রাহুল। তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন।   

জ্যানেকে শোপম্যানের ইস্তফা
ভারতীয় মহিলা হকি দলের কোচ জ্যানেকে শোপম্যানের ইস্তফা নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছে। তিনি ইস্তফার পর হকি ইন্ডিয়ার প্রতি ভয়ংকর অভিযোগ এনেছেন। তিনি অভিযোগ করেন, 'আমি দেখেছি যে ভারতীয় হকিতে পুরুষ এবং মহিলা দলের মধ্যে ভেদাভেদ করা হয়। আমি নেদারল্যান্ডসের বাসিন্দা। আমেরিকাতেও কাজ করেছি। কিন্তু, ভারতে একজন মহিলার কাজ করা খুবই মুশকিল। আমি এমন জায়গায় কাজ করেছি, যেখানে মহিলাদের নিজস্ব ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু, এখানে সেটা দেওয়া হয় না।' তবে, হকি ইন্ডিয়ার কর্তারা শোপম্যানের এই সব অভিযোগ মানতে চাননি।

Hardik Pandya KL Rahul sports Vinesh Phogat Vinesh Phogat and Bajrang Punia